October 6, 2025

কয়েক লক্ষ টাকার চাকরি ছেড়ে সন্ন্যাস নিলেন আইআইটি ইঞ্জিনিয়ার

সোমালিয়া ওয়েব নিউজ: আধ্যাত্মিকতাকে সঙ্গী করে সন্ন্যাস নিয়ে নেন আই আইটি দিল্লির গোল্ড মেডেলিস্ট ওই ইঞ্জিনিয়ার। শুনতে অবাক মনে হলেও, এই ঘটনা কিন্তু একদম সত্যি। পাশাপাশি, ইতিমধ্যেই ওই সন্ন্যাসীর একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, বিহারের বাসিন্দা সন্দীপ কুমার ভাট ২০০২ সালে আইআইটি দিল্লি থেকে বি.টেক করেন। পাশাপাশি, সেই সময় তিনি স্বর্ণপদকও পান। তারপরেই ২০০৪ সালে এম. টেক করে তিনি মোটা বেতনের চাকরি পেয়ে যান। কিন্তু মাত্র ২৮ বছর বয়সেই তিনি চাকরিজীবন থেকে অবসর গ্রহণ করেন। মূলত, ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে, তিনি একটি কোম্পানিতে একজন ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন। তবে, ২০০৭ সালে তিনি সন্ন্যাসের পথ অবলম্বন করেন। পাশাপাশি, সন্ন্যাসী হওয়ার পর তাঁর নাম হয় স্বামী সুন্দর গোপাল দাস।এই বিষয়ে তিনি বলেন, বর্তমানে মেশিনের গুণমান বাড়লেও মানুষের মান কমছে। প্রতি বছর লক্ষ লক্ষ অপরাধ সংঘটিত হয়। আর এটাই প্রমাণ করে যে মানুষের মান নষ্ট হচ্ছে। তাঁর মতে, আমি বিশ্বাস করি শিক্ষিতদের সাধু-সন্ত হওয়া উচিত। সমাজে ভালো কিছুর প্রসার ঘটাতে হলে এই ধরণের মানুষদের এগিয়ে আসতে হবে। সবমিলিয়ে এই ঘটনা তোলপাড় ফেলে নেট দুনিয়া।

Loading