সোমালিয়া ওয়েব নিউজ: হিন্দু বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় ব্রত রেখেছিলেন। সারাদিন নির্জলা উপোস রেখে সন্ধ্যায় চাঁদ দেখে স্বামীর হাতে জল খেয়ে উপোস ভেঙেছেন। অনেক বলিউড তারকারাও ধুমধাম করে পালন করে করবা চৌথ। আবার অনেকে আছেন ব্যতিক্রমী। স্বামীর দীর্ঘায়ু কামনা করতে উপোস থাকার ব্যাপারটা একেবারেই পছন্দ নয় তাদের। এমনি একজন অভিনেত্রী হলেন সোনম কাপুর।তবে স্পষ্ট ভাবে বললে, সোনমের না। বরং তাঁর স্বামী আনন্দ আহুজারই এসব করবা চৌথের উপোস টুপোস বিশেষ ভাল লাগে না। তাই স্ত্রীও কোনোদিন উপোস করেননি। যদিও করবা চৌথের অনুষ্ঠানে অংশ নিতে তাঁর কোনো আপত্তি নেই। সোনমের মা-ই ধুমধাম করে করবা চৌথের ব্রত পালন করেন।মুম্বইতে অনিল কাপুরের বাড়িতে করবা চৌথের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন গোলাপি এবং সবুজ লেহেঙ্গা শাড়িতে সেজেছিলেন সোনম। সুসজ্জিত অনিল হাউসে বেশ কয়েকটি ফটোশুট করেছেন তিনি। সেই সঙ্গে করবা চৌথের ব্যাপারে একটি বার্তাও দিয়েছেন অভিনেত্রী।তিনি লিখেছেন, ‘আমার স্বামী করবা চৌথের বিশেষ ভক্ত না, কারণ তার মতে উপোস এক নাগাড়ে করা উচিত নয়। তাই আমি কোনোদিনই করিনি। কিন্তু আমরা দুজনেই বিশ্বাস করি যে এইসব উৎসব অনুষ্ঠান গোটা পরিবারের একত্রিত হওয়ার জন্য উপযুক্ত সময়। আমার মা এই রীতি পালন করেন, তাতে আমি খুশি। আর সেই উপলক্ষে আমারও সাজগোজ করতে ভাল লাগে।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল