সোমালিয়া ওয়েব নিউজ: যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজ়াবেথের মৃত্যুর পর, কোহিনুর হিরা ভারতে ফেরানোর দাবি তুলেছিল ভারতীয়রা। সেই দাবি না মানলেও, নয়া কুইন কনসোর্ট ক্যামিলার কপালে কোহিনুর হিরাখচিত মুকুট নাও জুটতে পারে। আগামী বছরের মে মাসে নয়া রাজা-রানির রাজ্যাভিষেক হবে। দ্য টেলিগ্রাফের এক প্রচিবেদন অনুসারে, সেই সময়ে নয়া রানি ক্যামিলা, মূল্যবান হিরাখচিত মুকুটটি পরবেন কি না, সেই বিষয়ে বিচার-বিবেচনা করছে বাকিংহাম প্যালেস। সূত্রের খবর, মূলত ভারতীয় জনতা পার্টি বা বিজেপি-র সতর্কতা মেনেই নতুন করে বিষয়টি বিবেচনা করছে ব্রিটিশ রাজপরিবার। এর আগে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, কুইন কনসোর্ট ক্যামিলার মাথায় কোহিনুর উঠলে, তা ভারতীয়দের মনে ঔপনিবেশিক অতীতের বেদনাদায়ক স্মৃতি উসকে দিতে পারে।ব্রিটিশ রাজপরিবারের মধ্যে, কোহিনুর খচিত মুকুটটি শেষবার পরেছিলেন রাজা ষষ্ঠ জর্জের স্ত্রী ‘দ্য কুইন মাদার’ এলিজ়াবেথ। মুকুটটিতে মোট ২,৮০০টি হিরা রয়েছে। তবে, মুকুটটির শোভা অনেকগুণে বাড়িয়ে দিয়েছে কোহিনূর। সামনের ক্রসে স্থাপন করা হয়েছে ১০৫-ক্যারেটের এই হিরা। ২০২৩ সালে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের সময় কুইন কনসোর্ট ক্যামিলা কোহিনূর-খচিত এই মুকুটটি পরবেন বলে ঠিক করা হয়েছিল। তবে, ভারতীয়দের ভাবাবেগে আঘাত না দিতে, কুইন কনসোর্টের রাজ্যাভিষেকের সময় মুকুটটি থেকে কোহিনূর হিরাটি খুলে রাখা হতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যথায়, নয়া রাজা-রানী রাজপরিবারহের সংগ্রহে থাকা, অন্য কোনও মুকুটও ব্যবহার করতে পারেন।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু