সোমালিয়া সংবাদ, আরামবাগ: করোনা মহামারীর সময় করোনা হাসপাতালে কাজ করা অস্থায়ী কর্মীরা কাজের দাবিতে স্মারকলিপি জমা দিলেন আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে। মহকুমা শাসকের দপ্তর সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। চুক্তিভিত্তিক কোথাও নিয়োগ করা যায় কিনা সে ব্যাপারে আলোচনা করে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে। উল্লেখ্য, করোনাকালে আরামবাগ মহকুমা হাসপাতালের অধীন একটি বেসরকারি নার্সিংহোমে করোনা ওয়ার্ড তৈরি করা হয়। সেখানে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ২২ জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল। ২০২১-এর মার্চ মাসে ওই নার্সিংহোমে করোনা চিকিৎসা বন্ধ করা হয়। তার ফলে ওই ২২ জন করোনা যোদ্ধা কর্মহীন হয়ে পড়েন। তখন তাঁরা বিকল্প কাজের দাবিতে আরামবাগ মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ, আরামবাগ মহকুমা শাসক সহ বিভিন্ন জায়গায় লিখিতভাবে নিজেদের অসহায় অবস্থার কথা তুলে ধরেন। মৃত্যুঞ্জয় পন্ডিত, রিঙ্কু অধিকারী, সেখ আলাউদ্দিন প্রমূখদের অভিযোগ, সেই সময় নাকি তাঁদের আরামবাগ মহকুমা হাসপাতালে ‘সারি’ ওয়ার্ডে চুক্তিভিত্তিক নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে তা কার্যকর করা হয়নি। বর্তমানে তাঁদের দাবি, সেই সময় তাঁরা জীবনে ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছেন। এমনকি তাঁরা করোনা হাসপাতালে কাজ করায় সাধারণ মানুষ পর্যন্ত তাঁদের কাছ থেকে দূরে থেকেছেন। অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও তাঁরা কাজ বন্ধ করেননি। তাই তাঁরা করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি চাইছেন। তাঁদের বক্তব্য, খুব শীঘ্রই আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ চালু হতে চলেছে। সেখানে অন্তত তাঁদের কাজের ব্যবস্থা করে দেওয়া হোক। তাঁরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা রাজ্য সরকারের উপর আমাদের আস্থা আছে। তাঁর কাছে বিষয়টি পৌঁছালে তিনি নিশ্চয়ই আমাদের কথা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি