সোমালিয়া সংবাদ, খানাকুল: এ বছরের দুর্গাপুজোর অন্য একটা মাত্রা ছিল। কারণ ইউনেস্কো বিশ্বের দরবারে বাংলার দুর্গাপুজোকে মানবিক তালিকায় বিশেষ স্বীকৃতি দিয়েছে। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কথা সব সময় বলে থাকেন, ধর্ম যার যার উৎসব সবার। এই স্বীকৃতিতে তারই প্রতিফলন ঘটেছে। তাই আজকের এই বিজয়া সম্মিলনীতে হিন্দু ভাইদের সঙ্গে সঙ্গে মুসলিম ভাইয়েরাও হাজির রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন আছেন ততদিন এই সম্প্রীতি পৃথিবীর কোন শক্তি নষ্ট করতে পারবে না। শুক্রবার বিকেলে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে ও খানাকুল-১ নম্বর ব্লক তৃণমূলের ব্যবস্থাপনায় খানাকুলের রামপ্রসাদে বিজয়া সম্মিলনী ও বুথ কর্মীদের সংবর্ধনা সভায় এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কংগ্রেসের সহ-সভানেত্রী স্মিতা বক্সী, বিধায়ক করবী মান্না, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহরায়, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা সভানেত্রী শিখা দোলুই, জেলা যুব সভাপতি পলাশ রায়, তৃণমূল নেতা ইলিয়াস চৌধুরী, অভিজিৎ বাগ প্রমুখ। এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নাম না করে বিজেপিকে আক্রমণ করে বলেন, যারা শুধু নিজের কথা ভাবে, যারা জাতির জনককে অসুর তৈরি করে, তাদের পাশে যারা থাকে, তাদেরকে ভারতবর্ষের মানুষ কখনও কোনদিনও স্বীকৃতি দেয় না, দেবে না। মন্ত্রী এদিন নাম না করে বিরোধী দলগুলিকে আক্রমণ করে বলেন, অনেকে বলতো এখানে নাকি পুজো করতে দেওয়া হয় না, আমরা নাকি দুর্গাপুজো করি না। আর বিশ্ব বলল, বাংলাই দুর্গাপুজো করে, বাংলাই এটা বিশ্বের দরবারে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। ইউনেস্কো কিন্তু নিজে থেকে এখানে সম্মান দিতে আসেনি। এটা ইউনেস্কোর দরজায় নিয়ে যেতে হয়েছে, আর নিয়ে গিয়েছেন মমতা ব্যানার্জি। ওরা এখন বলছে, ওরা নাকি করেছে। একবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে আর একবার মিউজিয়ামে গিয়ে ঢাক বাজানো হল। আসলে বাংলার সংস্কৃতিকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য মমতা ব্যানার্জি যেভাবে উদ্যোগী হয়েছিলেন এটা তারই স্বীকৃতি। অন্যদিকে এদিন খানাকুল-১ নম্বর ব্লকের প্রতিটি বুথের দু’জন করে প্রবীণ কর্মীদের সম্বর্ধনা জানানো হয়। এ প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই সমস্ত বুথ কর্মীদের সম্মানিত করে আমরা নিজেরাই সম্মানিত হলাম। বড়দের অভিজ্ঞতা আর ছোটদের উৎসাহ
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি