October 5, 2025

আবারও বিগবস-এর সঞ্চালনার দায়িত্বে সলমান খান

সোমালিয়া ওয়েব নিউজ: শুরু থেকেই এই সিজন নিয়ে চলছে বিতর্ক। বিতর্কের মূলে সাজিদ খান। এক নয়, দুই নয়– দশ জন নারী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বিভিন্ন সময়ে। সেই সাজিদ খানই নাকি সলমন খান পরিচালিত ‘বিগবস’-এর মঞ্চ রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন! এ নিয়ে প্রতিবাদে সরব সকলেই। প্রতিবাদ করেছেন অভিনেত্রী শার্লিন চোপড়াও। এর আগে শার্লিন অভিযোগ এনেছিলেন, সাজিদ নাকি যৌনাঙ্গ প্রদর্শন করেছিলেন তাঁকে। বুধবার জুহু থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। দিন কয়েক আগেই সাজিদকে বিগবস থেকে বহিষ্কারের দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি পাঠিয়েছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। যে সব অভিনেত্রী-মডেল বিভিন্ন সময়ে সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তার সম্পূর্ণ এক তালিকা চিঠিতে উল্লেখ করেছেন স্বাতী।সলমনের বিরুদ্ধেও জমে উঠেছে ক্ষোভ। কেন তিনি সাজিদকে শো থেকে বের করে দিচ্ছেন না সে নিয়েও উঠেছে নানা প্রশ্ন। শোনা যাচ্ছে ভাইয়ের ইমেজ ফিরে পাওয়ার আশায় সলমনেরই দ্বারস্থ হয়েছিলেন সাজিদের দিদি ফারহা খান। ফারহান ও সলমন অনেক দিনের বন্ধু আর সেই কারণেই তাঁর অনুরোধ উপেক্ষা করতে পারেননি তিনি। যদিও জনরোষের মুখে পড়ে সাজিদকে রাখা নিয়ে সলমনের সিদ্ধান্ত আগামীতে কী হতে চলেছে সে উত্তর সময়ই বলবে।

Loading