সোমালিয়া ওয়েব নিউজ: মিরাটে অনুষ্ঠিত হচ্ছে কিষান মেলা।এই মেলায় একটি কুকুর দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে সকলের। এই কুকুরটিকে যে দেখছে সেই অবাক হয়ে যাচ্ছে। মিরাটের কৃষি মেলায় কুকুরের প্রদর্শনী আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এই ডগ শোতে একটি কুকুরও এসেছিল যেটি মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে অভ্যস্ত। কুকুরের গরমে এতই অ্যালার্জি যে তাকে এসিতেই রাখা হয়েছিল ছিলো সবসময়।চৌ মৌ জাতের এই কুকুরের দাম উঠেছে এগারো লাখ টাকা। ক্যাট ওয়াকের আদলে মিরাটে ডগ ওয়াক হয়েছে। কুকুরের এই পদচারণায় একাধিক কুকুর দেখা গেছে। সব কুকুর যখন র্যাম্পে নিজ নিজ স্টাইলে হেঁটে যায়, তখন দর্শকদের দৃষ্টি তাদের দিকেই স্থির থাকে। তবে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো চৌ মাউ জাতের কুকুর, কারণ সাদা পশমযুক্ত কুকুরটির উচ্চতা খুব বেশি না হলেও তাকে দেখতে খুবই নিষ্পাপ।লোকজন তাকে দেখে ঘিরে ধরে তার সাথে সেলফি তোলার চেষ্টা করেন। এমনকি অনেকে তাকে আদর করে খাওয়ানোর চেষ্টাও করেছেন।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন