October 5, 2025

ঘটা করে আমেরিকার নিউইয়র্কে দীপাবলি পালন

সোমালিয়া ওয়েব নিউজ: বিদেশেও দীপাবলির উৎসব ঘিরে উন্মাদনা। ভারতের ধর্মীয় উৎসব পালন বিদেশে এটা নতুন কিছু নয়। তবে আলোর উৎসবকে সামনে রেখে সরকারি ছুটি ঘোষনা এক নজীরবিহীন ঘটনা।
দীপাবলির আনন্দ নিউইয়র্কেও। আলোর উৎসবে আগামী বছর থেকে ছুটি থাকবে সে শহরের স্কুলে
আগামী বছর থেকে নিউ ইয়র্কের স্কুলগুলিতে দীপাবলির ছুটি থাকবে।এ কথা জানিয়েছেন সে শহরের মেয়র এরিক অ্যাডামস।যে কোনও উৎসব মানেই মানবমিলন। আর তাই উৎসবের মাহাত্ম্য সম্পর্কে আগামী প্রজন্মকে সচেতন করতে এ বার দীপাবলিতে সরকারি স্কুলে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল নিউ ইয়র্কে। আগামী বছর থেকে নিউইয়র্কের স্কুলগুলিতে দীপাবলির ছুটি থাকবে। একথা জানিয়েছেন সে শহরের মেয়র এরিক অ্যাডামস।এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে শহরের মেয়র বলেন যে, উৎসব সম্পর্কে শিশুদের মধ্যে আরও উৎসাহ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘‘দীপাবলি মানেই আলোর উৎসব। আমরা বরাবরই চেয়েছিলাম যাতে এই উৎসব নিয়ে আমাদের আগামী প্রজন্মের আগ্রহ তৈরি হয়। আমাদের মধ্যে যে আলো রয়েছে, সেই আলো যে কোনও আঁধার দূর করতে পারে।বস্তুত, নিউ ইয়র্কে বহু ভারতীয়দের বাস। দীপাবলির মতো উৎসবে ছুটির দাবি দীর্ঘ দিন ধরেই করে এসেছিলেন ভারতীয়-আমেরিকানরা। অবশেষে সেই দাবি পূরণ হল। এতে খুশির হাওয়া নিউইয়র্ক জুড়ে।

Loading