সোমালিয়া সংবাদ, আরামবাগ: লটারিতে কোটিপতি হওয়ার খবর জানাজানি হতেই বাড়িতে দুষ্কৃতী হানা। আর তার জেরেই আতঙ্কে সপরিবারে বাড়ি ছাড়া হতে হল কোটিপতি হওয়া ওই পরিবারকে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডী- ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চন্দ্রবান গ্রামে। জানা গেছে, ওই গ্রামের বাগ পাড়ার বাসিন্দা স্বরূপ বাগ বৃহস্পতিবার ৬০ টাকা দিয়ে ডিয়ার লটারির সন্ধে ছ’টার খেলার দশটি টিকিট কেটেছিলেন। স্বরূপদের একেবারেই হতদরিদ্র পরিবার। তিনি একটি প্যাথলজিক্যাল ল্যাবে কাজ করেন। তাঁর বাবা সুশান্ত বাগ প্রায় কুড়ি বছর ধরে সাইকেলে ঘুরে ঘুরে লটারির টিকিট বিক্রি করেন। কিন্তু ভাগ্য ফেরাতে পারেননি। তবে এদিন খেলার রেজাল্ট বের হতেই স্বরূপ দেখেন তিনি প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতেছেন। যদিও গ্রামবাসীদের একাংশের বক্তব্য, স্বরূপ টাকা দিয়ে টিকিট কাটেননি, তাঁর বাবার বিক্রি না হওয়া টিকিটেই প্রথম পুরস্কার উঠেছে। ঘটনা যাই হোক, বিষয়টি জানাজানি হতেই রাতে একদল দুষ্কৃতী স্বরূপদের বাড়িতে হানা দেয়। ওই সময় বাড়িতে স্বরূপ বা তাঁর বাবা ছিলেন না। কিন্তু তারা বাড়ির লোকের কাছ থেকে টিকিট উদ্ধার করার চেষ্টা করে। বিছানা, আসবাবপত্র সমস্ত জায়গায় টিকিট খোঁজাখুঁজি করে। বাড়িঘর তছনছ করে দেয়। মাঝরাতেও তারা আর একবার হানা দেয়। কিন্তু তার আগেই স্বরূপ ও তাঁর বাবা পার্শ্ববর্তী খানাকুলের মাজপুর গ্রামে গা ঢাকা দেন। তড়িঘড়ি খবর দেন আরামবাগ থানায়। পুলিশ পৌঁছে দু’জনকে উদ্ধার করে নিরাপত্তার কারণে আরামবাগ থানায় নিয়ে যায়। অন্যদিকে পরিবারের অন্যান্যরা আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে আরামবাগ থানা চত্বরে দাঁড়িয়ে স্বরূপ বাগ জানান, তিনি নিজেই টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। এখন লটারির জেতা টাকা পেতেই দুষ্কৃতীরা তাঁর উপর হামলা করছে। অন্যদিকে প্রতিবেশী সুস্মিতা বাগ, মাধুরী বাগ প্রমুখরা বলেন, ওরা খুবই গরীব পরিবারের মানুষ। যদি কোটিপতি হয়েই থাকে তাতে এভাবে হামলা করা উচিত হচ্ছে না। তাঁরাও আতঙ্কে আছেন বলে জানিয়েছেন। পাশাপাশি পুলিশের কাছে নিরাপত্তারও দাবি জানিয়েছেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি