October 5, 2025

বলিউড স্টার দীপিকা ও হৃতিকের ফাইটার ছবি ঘিরে উন্মাদনা

সোমালিয়া ওয়েব নিউজ: হৃতিক আর দীপিকার ফাইটার ছবি খবর প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়।ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। সেই ছবিই ‘ফাইটার’। এবার সেই ছবি মুক্তির তারিখও জানা গেল, তার সঙ্গে প্রকাশ হল ছবির প্রথম পোস্টারও।
সোশ্যাল মিডিয়ায় হৃতিক একটি পোস্ট করে জানিয়েছেন ‘ফাইটার’-এর কথা। সেখানেই ছবির প্রথম পোস্টারটি দিয়েছেন তিনি। লিখেছেন, ২০২৪ সালের ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। ছবিতে তিনি এবং দীপিকা ছাড়াও রয়েছেন অনিল কাপুর।হৃতিক লিখেছেন, ‘২৫ জানুয়ারি, ২০২৪-এ আপনাদের সঙ্গে সিনেমাহলে দেখা হবে। ’ তাঁর এই পোস্টের সঙ্গে সঙ্গেই বলিউডের তাবড় তারকারা এসে প্রশংসা করে।অভিষেক কাপুর লিখেছেন, ‘দারুণ’।অনিল কাপুরও এই পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। লিখেছেন, ‘ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ২৫ জানুয়ারি, ২০২৪-এ ফাইটার উড়ছে। সিটে শক্ত হয়ে বসুন। পড়ে যাবেন না।’
এ পরে হৃতিক-দীপিকা এবং অনিলের অনুরাগীরাও সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।সবমিলিয়ে এই ছবি ঘিরে ব্যাপক উন্মাদনা।

Loading