October 5, 2025

করণ জোহর ও শারুখের বন্ধত্ব আজও অটুট

সোমালিয়া ওয়েব নিউজ: বলিউডে কয়েক দশক ধরে বেশ কিছু বন্ধুত্ব গভীর হতে দেখা গিয়েছে। যার মধ্যে অন্যতম হলো করণ জোহর ও শারুখ খানের বন্ধুত্ব, যা আজও অটুট। অন স্ক্রিনে যেমন এই জুটি একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন, তেমনই পর্দার বাইরেও তাঁদের বন্ধুত্বের গল্প সাড়া ফেলেছে। শাহরুখের সঙ্গে করণের বন্ধুত্ব নাকি এমনই অটুট ছিল যে, শাহরুখ এক সময় করণের জন্য বুলেটের সামনে দাঁড়াতেও রাজি ছিলেন। জানা গিয়েছে, কুছ কুছ হোতা হ্যায়’ ছবির মুক্তির সময়কার ঘটনা। গ্যাংস্টার আবু সালেমের কাছ থেকে ফোন এসেছিল করণের কাছে। এই ফোন তুলেছিলেন করণের মা হিরু জোহর। ফোনে হুমকি দিয়ে তাঁকে বলা হয়, ‘‘আপনার ছেলে বাড়ির নীচে একটি লাল রঙের টিশার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাঁকে দেখতে পাচ্ছি। যদি শুক্রবার ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটি মুক্তি পায়, তা হলে পরের বার আমরা গুলি চালিয়ে দেব। হুমকি শুনে হতভম্ব হয়ে গিয়েছিলেন হিরু। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বাড়ির নীচ থেকে টেনে এনে করণকে ঘরে আনেন। খবর দেওয়া হয় পুলিশকেও। সেই সন্ধ্যায় করণের বাবা যশ জোহর, শাহরুখ খান, পুলিশ, আদিত্য চোপড়া সবাই করণে বাড়িতেই ছিলেন। পুলিশের এক কর্তার পরামর্শ দিয়েছিল, ‘‘আমরা আপনাকে রক্ষা করব। তবে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি ভয় পাবেন না। আপনাকে বৃহস্পতিবারই ছবির প্রিমিয়ার এবং শুক্রবার ছবির মুক্তি করাতে হবে।
হুমকি সত্ত্বেও করণ সকলকে নিয়ে ছবির প্রিমিয়ারে পৌঁছন। ছবি মুক্তিও পায়। সবমিলিয়ে আজও শাহরুখ ও করণ জোহরের বন্ধুত্ব নিয়ে আলোচনা চলে বলিউডে।

Loading