October 6, 2025

রাশিয়ার পুলিশের ভয়েই কি পালিয়ে বেড়াচ্ছেন পুতিনের পালিতা কন্যা, উঠছে প্রশ্ন

সোমালিয়া ওয়েব নিউজ: গুজব ছড়িয়েছে পুতিনের পালিতা কন্যা কেসনিয়া যদি ধরা পড়েন, তা হলে তাঁকে ১৫ বছর পর্যন্ত জেলবন্দি থাকতে হতে পারে। আর সেই কারণেই নাকি তিনি দেশ ছেড়েছেন।গ্রেফতারি এড়াতে নাকি আপাদমস্তক ঢেকে চুপিচুপি শহর ছাড়ছেন রাশিয়ার একনায়ক ভ্লাদিমির পুতিনের পালিতা মেয়ে। তিনি টিভি তারকা এবং বিরোধী রাজনীতিবিদ কেসনিয়া সোবচাক।৪০ বছর বয়সি কেসনিয়াকে সম্প্রতি বেলারুশের মিনস্কের ২৫৭ কিমি উত্তরে ভিডজি পয়েন্ট সীমান্ত পেরিয়ে লিথুয়ানিয়ায় যেতে দেখা গিয়েছে।সিসিটিভিতে দেখা যাচ্ছে, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে সীমান্ত পেরোচ্ছেন কেসনিয়া। মুখ ঢেকে এবং টুপি পরে সীমান্ত পার হতে দেখা গিয়েছে এই তিন জনকে। কেসনিয়ার পালিয়ে যাওয়ার দৃশ্য বেলারুশ সীমান্তে থাকা সিসিটিভিতে ধরা পড়েছে। লিথুয়ানিয়ার তরফে নিশ্চিত করা হয়েছে যে, ইজরায়েলি পাসপোর্ট ব্যবহার করে সে দেশে প্রবেশ করেছেন কেসনিয়া৷মনে করা হচ্ছে বেলারুশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কেসনিয়ার সুসম্পর্ক থাকার কারণেই তিনি বিনা বাধায় লিথুয়ানিয়ায় প্রবেশ করতে পেরেছেন।ইউক্রেনের উপর পুতিন হামলা চালানোর কারণে রাশিয়ার সাধারণ নাগরিকদের লিথুয়ানিয়ায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। কিন্তু মনে করা হচ্ছে কেসনিয়া তাঁর ইজরায়েলি পাসপোর্টের সাহায্যে সে দেশে প্রবেশ করতে কোনও বাধা পাননি।কেসনিয়া ছোটবেলা থেকেই পুতিনকে চেনেন। পুতিন তাঁর ‘ধর্ম বাবা’। সেই কেসনিয়াকে গ্রেফতার করার জন্য খুঁজছে পুতিনেরই পুলিশবাহিনী। আশচর্য লাগলেও এটাই নাকি সত্যি। তাই পুতিনের কন্যার নাকি পালিয়ে বেড়ানোর বিষয়টি সামনে আসে।

Loading