October 5, 2025

সিংহ পুষেছেন মহিলা, বেঁধে রেখেছেন লোহার চেন দিয়ে, নিন্দার ঝড় নেটপাড়ায়

সোমালিয়া ওয়েব নিউজ: নেট পাড়ায় শিখল দিয়ে বাঁধা সিংহ দেখে বেজায় চটেছেন পশুপাখি প্রেমীরা। এক মহিলা একটি সিংহের মাথায় হাত বুলিয়ে আদর করছেন। এই দৃশ্য দেখে তো কারও বিরক্ত হওয়ার কোনও কারণ নেই। কিন্তু সমস্যা রয়েছে অন্য জায়গায়। ভিডিওতে দেখা গিয়েছে, শক্ত লোহার চেন দিয়ে বাঁধা রয়েছে সিংহটি। সেই অবস্থাতেই তাকে আদর করছেন মহিলা। দেখে বোঝা যাচ্ছে ওই সিংহটিকে তিনি পুষেছেন। একটি খাটিয়ার উপর রয়েছে সিংহটির পিছনের দুই পা। আর সামনের দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। খাটিয়ার মধ্যে আরও একটি সিংহীকেও দেখা গিয়েছে। সেই সিংহীটিও লোহার চেন দিয়েই বাঁধা রয়েছে। এই সিংহ এবং সিংহীটির পিছনে রয়েছে একটি লোহার খাঁচা। তার ভিতরেও একটি সিংহীকে ঘুরতে দেখা গিয়েছে। এভাবে লোহার চেন দিয়ে সিংহ এবং সিংহীদের বেঁধে রাখার ঘটনাতেই আপত্তি জানিয়েছেন সকলে। বন্য প্রাণীকে পোষ মানানোর ব্যাপারেও প্রশ্ন তুলেছেন বন্যপ্রাণীপ্রেমীরা। আর কাউকে পোষ্য হিসেবে রাখলে তাদের কেন এরকম লোহার চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন নেট পাড়ার লোকজন।

Loading