October 5, 2025

ভয়ানক ঘটনা, অজগরের পেট থেকে মহিলার দেহ উদ্ধার

সোমালিয়া ওয়েব নিউজ: ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের ঘটনা। গাছ থেকে রবার সংগ্রহের কাজ করতেন ৫৩ বছর বয়সি জাহারা নামের ওই মহিলা। গত সপ্তাহে কাজে বেরিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। এর পর তন্ন তন্ন করে খুঁজেও তাঁর হদিশ মেলেনি। তাতে রবিবার সন্ধেয় পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তাতেও সন্ধান পাওয়া যায়নি জাহারার।  
এর পর মানুষখেকো ওই সাপটি দেখে সন্দেহ জাগে গ্রামবাসীদের। তার পেটের অংশ ফুলে থাকতে দেখে তাঁদের মনে বদ্ধমূল ধারণা জন্মায় যে, নির্ঘাত জাহারাকে গিলে নিয়েছে অজগরটি। সেই মতো তক্কে তক্কে থেকে সাপটিকে ১৬ ফুট অজগরটিকে ঘেরাও করেন সকলে।এর পর, গ্রামবাসীরা মিলে অজগরটিকে হত্যা করেন প্রথমে। তার পর লম্বালম্বি চিড়ে ফেলা হয় তার পেট। তাতেই পেটের মধ্যে জাহারার মৃতদেহ দেখতে পান তাঁরা। জাম্বির পুলিশ প্রধান স্থানীয় সংবাদমাধ্যমে জানান, অজগরের পেটের মধ্যে হদিশ মেলে জাহারার দেহের। তবে সেটি একটুও নষ্ট হয়নি। একেবারে অক্ষত ছিল।
স্থানীয়রা দাবি,  ১৬ ফুট দীর্ঘ অজগরটির মুখে বিষদাঁতের মতো কিছুও চোখে পড়েছিল তাঁদের। জাহরাকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করা হয়ে থাকতে পারে বলে অনুমান তাঁদের। আস্ত জাহারাকে অজগরটি গিলেছিল বলেই অনুমান সকলের। জাহারাকে পুরোপুরি হজম করতে কয়েক সপ্তাহ সময় লাগত অজগরটির। তার আগেই তাকে হত্যা করেন গ্রামবাসীরা। তাতেই জাহারার দেহ মিলেছে বলে দাবি স্থানীয়দের। ইদানীং ওই এলাকায় অজগরের আনাগোনা বেড়েছে বলেও দাবি তাঁদের।

Loading