October 5, 2025

সঠিক দাম না পেয়ে বিনামূল্যে রসুন বিলি গুজরাটি কৃষকদের

সোমালিয়া ওয়েব নিউজ: রান্না করার অন্যতম উপাদান হলো রসুন।তা যদি বিনামূল্যে পাওয়া যায় তাহলে তো কোনও কথা থাকে না।এক আধ কেজি নয়, ৪ হাজার কেজি রসুন বিলিয়ে দেওয়া হল। বিনা পয়সা মানুষের হাতে হাতে তুলে দেওয়া হল। আর তা তুলে দিলেন রসুন চাষিরা। কেউ হাতে করে, কেউ কোঁচরে, কেউ থলিতে করে রসুন ভরে ফিরলেন বাড়িতে।অবশ্য এই রসুন বিলিয়ে দেওয়ার পিছনে এক বেদনাও লুকিয়ে আছে। গুজরাটের গান্ধীনগরে রসুন বিলির এই ঘটনা ঘটেছে। কৃষকরা দাবি করেছেন তাঁদের ১ একর জমিতে রসুন চাষ করতে খরচ পড়ে ৩৭ হাজার টাকা। যে খরচটা করতে পারলে ১ একর জমিতে ৩ হাজার কেজি রসুন উৎপাদিত হয়।
বাজারে এখন রসুনের দাম তলানিতে এসে ঠেকেছে। ২০ কেজি রসুনে ১৫০ টাকা পাওয়া যাচ্ছে বাজারে। এতে কৃষকদের প্রায় ১৪ হাজার টাকা ক্ষতি হচ্ছে।কিন্তু দিনের পর দিন দাবি করেও রাজ্য বা কেন্দ্রীয় সরকার রসুনের দামের ওপর এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস বেঁধে দিচ্ছে না। কৃষকদের দাবি, বলে বলে এখন বলাই ছেড়ে দিয়েছেন তাঁরা।তাই কার্যত ক্ষোভে তাঁরা ৪ হাজার কেজি রসুন বিনা পয়সায় বিলিয়ে দিলেন। যার হাত ধরে সরকারের কাছে ফের তাঁদের বেদনার কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন রসুন চাষের সঙ্গে যুক্ত কৃষকরা।

Loading