October 5, 2025

আরামবাগে তৃণমূলের নতুন কর্মসূচি ‘চলো গ্রামে যাই’

সোমালিয়া সংবাদ, আরামবাগ: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি  ‘চল গ্রামে যাই’। মঙ্গলবার আরামবাগ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মায়াপুর-১ নম্বর ও আরান্ডী- ২ নম্বর অঞ্চলে এই কর্মসূচি পালিত হয়। মায়াপুর-১ নম্বর অঞ্চলের বলরামপুরে উপস্থিত ছিলেন সাংসদ অপরূপা পোদ্দার, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী শিখা দোলুই, আরামবাগ ব্লক সভাপতি শিশির সরকার, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, প্রাক্তন পৌর প্রধান স্বপন নন্দী, আরামবাগ ব্লক তৃণমূল সভানেত্রী মিতা বাগ, আরামবাগ শহর সভানেত্রী ড. তৃপ্তি কুণ্ডু। অন্যদিকে আরান্ডী-২ নম্বর অঞ্চলের দক্ষিণ নারায়ণপুরে শিখা দোলুই, শিশির সরকার ছাড়াও উপস্থিত ছিলেন গুণধর খাঁড়া, ভোলানাথ ঘোষ, শেখ মিনহাজ প্রমুখ তৃণমূল নেতৃত্ব। এদিন তাঁরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি থেকে কেউ বঞ্চিত আছেন কিনা সে ব্যাপারে খোঁজখবর নেন। কিভাবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন সে ব্যাপারেও তাঁদেরকে বুঝিয়ে বলেন। অন্যদিকে গোঘাট-১ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোঘাটের সাওড়া অঞ্চলের আমডোবা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। নেতৃত্বে ছিলেন ব্লক মহিলা সভানেত্রী মনিকা পাল ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, কর্মাধ্যক্ষ নারায়ণ পাঁজা, তৃণমূল ব্লক সভাপতি বিজয় রায় প্রমুখ।

Loading