সোমালিয়া ওয়েব নিউজ: টলি পাড়ায় নতুন জুটিকে ঘিরে উন্মাদনা। টলিপাড়ার তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছেন তিনি। সুস্মিতা চট্টোপাধ্যায়। ২০২১ সালে অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘প্রেম টেম’-এর হাত ধরে বড় পর্দায় অভিষেক নায়িকার। তার পর একের পর এক ছবি। ‘কাছের মানুষ’, ‘পাকা দেখা’। এ বার অভিনেতা জিতের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। ছবির নাম ‘চেঙ্গিজ’।
চলতি বছরের মার্চ মাসে নতুন ছবি ‘চেঙ্গিজ’-এর ঘোষণা করেন অভিনেতা-প্রযোজক জিৎ। পরিচালক রাজেশ গঙ্গোপাধ্যায়। এই ছবিতে নায়কের বিপরীতে দেখা যাবে সুস্মিতাকে। সোহমের পর তা হলে এ বার জিতের সঙ্গে রোম্যান্সে মজবেন সুস্মিতা।যদিও এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ নায়িকা। তবে নায়কের প্রশংসায় পঞ্চমুখ নায়িকা। বললেন,জিতদা জানেন মানুষকে কী ভাবে ভাল রাখা যায়। কেউ যদি কোনও কারণে বিভ্রান্ত হয়ে পড়ে তাঁকে অনুপ্রেরণা জোগায় জিতদা। আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। এই জন্য এত ভাল লাগে আমার জিতদাকে।সবমিলিয়ে টলিপাড়াতে জিত ও সুস্মিতার নতুন জুটিতে দেখা যাবে নতুন রুপে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল