সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব ঘোষণা মত গত ১ লা নভেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’। ঘোষণার সঙ্গে সঙ্গেই মানুষের মধ্যে দ্যাখা দিয়েছে উৎসাহ এবং বকেয়া পরিষেবা নেওয়ার জন্য আগের মতই বিভিন্ন শিবিরে মানুষ ভিড় করতে শুরু করেছে। প্রথম দুটি শিবিরে অনেক সমস্যা দূর হওয়ার জন্য তুলনামূলক ভিড় কম। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে গুসকরা পুরসভায় শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’।প্রথম দিন পুরসভার ১ ও ২ নং ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এই পরিষেবা এবং সেটি নেওয়ার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড দুটির বাসিন্দারা দোনাইপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে হাজির হয়। তবে আগের দুটি শিবিরের তুলনায় ভিড় কম ছিল। শিবির পরিচালনাকারী কর্মী ও পরিষেবা নিতে আসা বাসিন্দাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন গুসকরা পুরসভার ভাইস চেয়ারম্যান বেলী বেগম, ১ ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলার যথাক্রমে চুমকি মণ্ডল ও বাবুলাল হেমব্রম, কাউন্সিলার মাধব সাহা, পুরসভার বড়বাবু মাননীয় মধুসূদন পাল, চেয়ারম্যান কুশল মুখার্জী সহ বেশ কিছু তৃণমূল নেতা ও কর্মী।এই বিষয়ে কুশল বাবু বললেন – সরকারি নির্দেশে এই শিবির শুরু হয়েছে। স্হানীয় প্রশাসন হিসাবে আমরা এই নির্দেশ সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য শহরের একজন বাসিন্দাও যাতে এই পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করা।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন