সোমালিয়া ওয়েব নিউজ: মিসাইল ঘিরে কোয়ীর উপদ্বীপের উত্তাপ বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।দক্ষিণ কোরিয়ার উপকূলের কাছেই আছড়ে পড়ল উত্তর কোরিয়ার ছোড়া ব্যালেস্টিক মিসাইল।এর প্রতিবাদে পাল্টা মিসাইল ছোড়ে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি এয়ার রেড ওয়ার্নিংও জারি করেছে তাঁরা। এর আগেও উত্তর কোরিয়ার ছোড়া মিসাইল দক্ষিণ কোরিয়া দ্বীপের গা ঘেষে বেরিয়ে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক অতীতে এতটা কাছে তা কখনও আছড়ে পড়েনি। ন্যাসি পেলোসির তাইওয়ান সফর এবং পরবর্তীকালে দক্ষিণ কোরিয়া, জাপান ও আমেরিকার যৌথ সামরিক মহড়ার সময় থেকেই একাধিক ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে কিম জম উনের দেশ। এই মিসাইল ঘিরে কোয়ীর উপদ্বীপের উত্তাপ বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।দক্ষিণ কোরিয়ার সেনা সূত্রে জানা গিয়েছে, উত্তর কোরিয়ার ছোড়া ব্যালেস্টিক মিসাইল দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছে আছড়ে পড়ে। যদিও তা জলসীমা অতিক্রম করেনি। নর্দান লিমিট লাইন (এনএলএল) জলসীমার দক্ষিণে আছড়ে পড়েছে সেটি। এই জলসীমা নিয়ে দুই কোরিয়ার মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এনএলএল-কে ‘এফেক্টিভ অ্যাক্ট অব টেরিটোরিয়াল এনক্রোচমেন্ট’ হিসাবে চিহ্নিত করেছিলেন।সবমিলিয়ে উত্তর কোরিয়ার ওই ব্যালেস্টিক মিসাইলের জবাব দিয়েছে দক্ষিণ কোরিয়াও।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু