October 5, 2025

চল্লিশ দিনে চল্লিশটা আস্ত মুরগী খেয়ে রেকর্ড করলেন যুবক

সোমালিয়া ওয়েব নিউজ: প্রত্যেকদিন একটা করে আস্ত মুরগি খাওয়ার কথা বোধহয় খুব কম লোকই ভাবতে পারেন। এমন কাণ্ডই করে দেখিয়েছেন আমেরিকার এক যুবক। টানা ৪০ দিন ধরে ৪০টি গোটা মুরগি একাই খেয়ে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। তাঁর এই কীর্তি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়া হইচই শুরু হয়ে গিয়েছে।৩১ বছর বয়সি আলেকজান্ডার টমিনস্কিকে এখন ‘ফিলাডেলফিয়ার চিকেন ম্যান’ বলে ডাকা হয়। সমাজমাধ্যমে খাবার নিয়ে অনেকেই নানা রকমের চ্যালেঞ্জ করে দেখান। সে রকমই এক চ্যালেঞ্জ হিসাবে গোটা মুরগি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই যুবক। নিজের লক্ষ্যপূরণ করতে তাই টানা ৪০ দিন ধরে ৪০টি আস্ত মুরগি খেয়েছেন।আমেরিকার ওই যুবকের নাম আলেকজান্ডার। রোজই মুরগি খাওয়ার পোস্ট করতেন আলেকজান্ডার। তার পর যখন সেই ৪০তম দিন এল, তখন ঢাকঢোল পিটিয়ে আয়োজন সেরেছিলেন তিনি। গত ৬ নভেম্বর ছিল তাঁর মুরগি খাওয়ার ৪০তম দিন। তার আগে জনসাধারণকে রীতিমতো আমন্ত্রণ জানিয়ে শহরের নানা প্রান্তে পোস্টার দিয়েছিলেন। আর শেষ দিনে গোটা মুরগি খাওয়ার আয়োজন করা হয়েছিল ডেলাওয়্যার নদীতে একটি জেটিতে। তবে জানা গিয়েছে, টানা ৪০ দিন তিনি শুধু মুরগিই খেয়েছেন। তাঁর খাবারের প্লেটে আর কিছু ছিল না।তার এই অবাক করা কান্ড নিয়ে শোরগোল নেট পাড়ায়।

Loading