October 5, 2025

কাতারের ফুটবল বিশ্বকাপ নিয়ে তৎপর কাতার পুলিশ প্রশাসন

সোমালিয়া ওয়েব নিউজ: কাতার ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। মনে করা হচ্ছে দেশ-বিদেশ থেকে ফুটবল বিশ্বকাপ দেখতে কাতারে ভিড় জমাবেন প্রায় ১০ লক্ষ মানুষ। আর সেই কারণেই আরও সতর্ক হচ্ছে ফিফা এবং কাতারের প্রশাসন। ফুটবল বিশ্বকাপ চলাকালীন কাতার যেন ‘বেআইনি’ কাজের আঁতুড়ঘরে পরিণত না হয়, তার দিকেও বিশেষ নজর রয়েছে কর্তৃপক্ষের। আর সেই কারণে আগে থেকেই বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের তরফে। ফুটবল বিশ্বকাপের জন্য কাতারে প্রবেশ করতে চলা ফুটবল প্রেমীদের যেন অন্য কিছুর প্রতি ‘প্রেম’ বা আসক্তি না তৈরি হয়, তার জন্য কড়া নিয়মও জারি করা হয়েছে। আর সেই বিধি মেনে না চললে দীর্ঘ দিন কাতারের জেলেও থাকতে হতে পারে ফুটবল প্রেমীদের।
উদ্বেগ তৈরি হয়েছে কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে আসা মহিলা এবং সমকামীদের নিয়েও। কাতারে স্বামী-স্ত্রীর সম্পর্ক বাদ দিয়ে যৌনমিলন এবং সমকামী সম্পর্ক নিষিদ্ধ। তাঁদের যেন কোনও অপ্রীতিকর ঘটনার মুখোমুখি না হতে হয়, তার জন্যও বিশেষ ব্যবস্থা নিচ্ছে কাতারের পুলিশ।পাশাপাশি ফুটবল দেখতে আসা মানুষদের জন্যও কর্তৃপক্ষের তরফে আরও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।কাতারের প্রশাসন সাফ জানিয়ে দিয়েছেন, বেশ কিছু জিনিসপত্রও নিয়ে কাতারে প্রবেশ করতে পারবেন না বিশ্বকাপ দর্শকেরা।প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুল্কমুক্ত মদ নিয়ে কোনও ভাবেই কাতারে প্রবেশ করা যাবে না।সবমিলিয়ে কাতারে বিশ্বকাপ ফুটবল সুষ্ঠু ভাবে পরিচালনা করতে তৎপর পুলিশ।

Loading