October 5, 2025

ধান জমিতে এক ব্যক্তির গলা কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য

সোমালিয়া সংবাদ, আরামবাগ: সোমবার সাত সকালে ধান জমিতে এক ব্যক্তির গলা কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগের হরিণখোলা গ্রাম পঞ্চায়েতের গোলামিচকে। স্থানীয় চাষিরা ধান কাটতে গিয়ে ওই মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতের পরনে ছিল জামা প্যান্ট।  পাশে জুতো, মোবাইল ফোন ও একটি ব্যাগ পাওয়া গেছে। জানা গেছে, ওই মৃত ব্যক্তির নাম প্রদীপ ঘোষ (৫০)। বাড়ি হরিপাল থানার চন্দনপুর শসাবাজার এলাকায়। বাড়িতে স্ত্রী ছাড়াও তাঁর এক বছরের একটি মেয়ে রয়েছে। তিনি বাড়িতে কোয়াক ডাক্তারির পাশাপাশি কলকাতায়  একটি কোম্পানিতে কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে। মৃতের স্ত্রী সোমা ঘোষ জানান, রবিবার দুপুর ২ টোর সময় তাঁর স্বামী প্রদীপ ঘোষ বাড়ি থেকে বেরিয়েছিলেন। কোথায় যাচ্ছেন বলে যাননি। বিকেল সাড়ে পাঁচটার সময় একবার ফোন করে জানতে চেয়েছিলেন। কিন্তু পাশে বাস-লরির শব্দে তিনি বেশি কিছু শুনতে পাননি। স্বামী শুধু তাঁকে জানিয়েছিলেন ফিরতে রাত হবে। কিন্তু রাতেও বাড়ি ফেরেননি। বিষয়টা তিনি হরিপাল থানায় জানিয়েছিলেন। সকালে সেখানে গিয়ে নিখোঁজ ডায়েরিও করেন। পরে পুলিশের মাধ্যমেই জানতে পারেন আরামবাগে তাঁর স্বামীর মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমাদেবী আরও জানান, তাঁর স্বামীরা ছ ভাই।  তাঁর স্বামী ছিলেন ছোট। সম্পত্তি নিয়ে পারিবারিক একটা বিবাদ দীর্ঘদিন ধরে চলছিল। পুলিশ সূত্রে জানা গেছে, কেন তাকে খুন করা হল তা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এর পিছনে পারিবারিক বিবাদ না অন্য কোন কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Loading