সোমালিয়া ওয়েব নিউজ: এ যেন অনেকটা ‘যে রাঁধে সে চুলও বাঁধে’-র মত অবস্থা। সাহিত্য জগতের সুপরিচিত নাম হলো ‘দশভুজা’ সাহিত্য পত্রিকা গোষ্ঠী। সাহিত্যের টানে বাঙালি মেয়ে কৃষ্ণা চক্রবর্তী সুদূর জামশেদপুর থেকে ছুটে আসেন কলকাতায়। স্হানীয় কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে প্রকাশ করেন তার পত্রিকা। তবে তারা শুধু নিজেদের সাহিত্যচর্চার মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, দশভুজা মা দুর্গার মত দশটি হাত নিয়ে সমাজ সেবার কাজেও ঝাঁপিয়ে পড়েছে। তার জন্য প্রতিষ্ঠা করেছেন ‘দশভুজা ওয়েলফেয়ার সোসাইটি’। লক্ষ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো।গত কয়েক দিন ধরে উত্তুরের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। ইঙ্গিত দিচ্ছে শীতের আগমনের। শীতের হাত থেকে বাঁচার জন্য নুন্যতম শীতের পোশাক নাই বহু গরীব মানুষের। এবার মানবিকতার তাগিদে গত ১৩ ই নভেম্বর তাদের জন্য ‘সাহায্য শিবির’- এর আয়োজন করল সংশ্লিষ্ট সাহিত্য পত্রিকা গোষ্ঠী।প্রায় প্রতিবছর প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয় দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিং অঞ্চলের বাসিন্দারা। কার্যত সব হারিয়ে তারা নেই রাজ্যের বাসিন্দা হয়ে ওঠে। এরকমই একটি এলাকা হলো হেরোভাঙ্গা রূপসাগর গ্ৰাম। সেখানকার নয়াপাড়া অঙ্গন ওয়াড়ী প্রাক্ প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হয় ‘সাহায্য শিবির’-এর। প্রায় ১৪৫ জন পুরুষ ও মহিলার হাতে তুলে দেওয়া হলো কম্বল, শাড়ী, শীতবস্ত্র, সালোয়ার কামিজ, নাইটি, ব্লাউজ ইত্যাদি এবং শিশুদের হাতে তুলে দেওয়া হয় খাতা, পেনসিল, রবার, পেনসিল শার্পনার সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং সামান্য কিছু খাবার। এছাড়া আরও প্রায় ৫০ জনের বেশি মহিলা ও শিশুর হাতে তুলে দেওয়া হয় পরিধানযোগ্য পুরানো শীতের জামা কাপড়। শীতের মুখে এগুলি পেয়ে তারা খুব খুশি।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক