October 6, 2025

সম্পর্ক ভাঙলেও কার্তিক ও বলিউড অভিনেত্রী সারার মধ্যে নতুন করে বন্ধুত্ব

সোমালিয়া ওয়েব নিউজ: ছবির শুটিংয়ের সময়েই কার্তিক ও সারার মধ্যেই গভীর অফস্ক্রিন রসায়নের কথা শোনা গিয়েছিল। কিন্তু ছবি মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ‍্যেই তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে।মাস কয়েক আগে কফি উইথ করনে এসে নাম না করে কার্তিককে কটাক্ষও করেছিলেন সারা। পালটা কাদা যদিও ছোঁড়েননি অভিনেতা। তবে এবার ভোল বদলে প্রাক্তনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। সঙ্গে তাঁর সমস্ত স্বপ্ন পূরণ হওয়ার প্রার্থনাও করলেন তিনি।জন্মদিনে বাবা মায়ের দেওয়া সারপ্রাইজের একটি ছবি শেয়ার করেছেন কার্তিক। সেটাই আবারো শেয়ার করে সারা লিখেছেন, ‘শুভ জন্মদিন কার্তিক। প্রার্থনা করি এই বছর তোমার সব আশা পূরণ হোক আর তোমার সব স্বপ্ন সত‍্যি হতে থাকুক।কফি উইথ করনে এসেই কার্তিকের প্রতি নিজের ভাললাগার কথা জানিয়েছিলেন সারা। শোয়ের সাম্প্রতিক সিজনে এসে সম্পর্কের কথা স্বীকারও করেছিলেন তিনি। যদিও কার্তিক দাবি করেন, তিনি গত দেড় বছর ধরে সিঙ্গেল। কে কী বলেছে তা তিনি জানেন না।

Loading