সোমালিয়া ওয়েব নিউজ: নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার গঠন করতে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতায় ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহ আহমাদ শাহ জানিয়েছেন, তিনি শিগগিরই দেশটিতে যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।স্থানীয় গণমাধ্যম ও আন্তজার্তিক সংবাদ রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণার পর থেকে একের পর এক জন্ম নিচ্ছে চরম নাটকীয়তা। কয়েক দফা আলাপ আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলগুলো।মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, রাজনৈতিক দলগুলো সরকার গঠনে ব্যর্থ হলে রাজা হস্তক্ষেপ করবেন। তবে শেষ সুযোগ হিসেবে গত সোমবার দেশটির রাজা আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ নোটিশ জারি করেন। এতে, গতকাল মঙ্গলবার দুপুর ২টার মধ্যে সব জোটকে ২২২ টি সংসদীয় আসনের মধ্যে ১১২টি আসন নিয়ে জোট সরকার গঠনের তালিকা জমা দিতে বলা হয়। তালিকা পাওয়ার পর নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করার কথা জানানো হয়েছিল। এ সময়ের মধ্যেও রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতা করতে ব্যর্থ হওয়ায় রাজা এবার নিজের পছন্দের ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।রাজা বলেন, ‘আমাকে শিগগিরই একটি সিদ্ধান্ত নিতে দিন।’ সরকার গঠনে যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে মালয়েশিয়ানদের প্রতি আহ্বান জানান তিনি।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু