October 5, 2025

গজরাজের জলকেলি জঙ্গলের জলাধারে

সোমালিয়া ওয়েব নিউজ: দলবেঁধে জলাশয়ে স্নান করতে যায় হাতিরাও। এবার তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ট্যুইটারে। দেখা গিয়েছে, চারটি হাতি একটি কৃত্রিম জলাশয়ে স্নান করতে গিয়েছে। দলের মধ্যে দু’জন অবশ্য জলে নামেনি। পাড়েই দাঁড়িয়ে থেকেছে। তবে সবচেয়ে ছোট সদস্য জলকেলি করে দারুণ মজা পেয়েছে। তার সঙ্গেই জলাশয়ে নেমেছে আরও একজন। ছোট্ট হাতিটি শুঁড় দিয়ে নিজের গা ভেজানোর সঙ্গে সঙ্গে বন্ধুকেও স্নান করিয়ে দিয়েছে। বোঝাই যাচ্ছে বন্ধুর সঙ্গে জলকেলি করে বেজায় আনন্দ পেয়েছে ওই হস্তি শাবক। ট্যুইটারে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে আনন্দ পেয়েছেন নেটিজেনরাও। সোশ্যাল মিডিয়ায় এমনতেই পশুপাখিদের নানা ভিডিও দ্রুত ভাইরাল হয়। আর গজরাজের জল কেলি হলে তো কথাই নেই।আইএফএস অফিসার অর্থাৎ ভারতীয় বনবিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ান এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন। ট্যুইটারে মাঝে মাঝেই পশুপাখিদের নানা মজার মুহূর্তের ভিডিও তিনি শেয়ার করেন। এবারও তেমনটাই করেছেন।পাশাপাশি গজরাজের জল কেলির দৃশ্য যেন আলাদা অনুভূতি সঞ্চারিত করেছে পশুপ্রেমীদের মধ্যে।

Loading