October 5, 2025

গৌতমের আজব কান্ড, শ্মশানে জন্মদিন পালন

সোমালিয়া ওয়েব নিউজ: অতিথি, বন্ধু-পরিজনদের শ্মশানে আমন্ত্রণ জানিয়েছিলেন গৌতম রতন মোরে। প্রথমে সবাই অবাক হয়েছিলেন গৌতমের আজব এই কাণ্ড দেখে। বাড়ি, হোটেল থাকতে হঠাৎ শ্মশানকে কেন বেছে নিলেন গৌতম? অতিথি, বন্ধু-পরিজনদের শ্মশানে আমন্ত্রণ জানিয়েছিলেন মহারাষ্ট্রের থানের বাসিন্দা গৌতম। প্রথমে সবাই অবাক হয়েছিলেন গৌতমের আজব এই কাণ্ড দেখে। বাড়ি, হোটেল থাকতে হঠাৎ শ্মশানকে কেন বেছে নিলেন গৌতম? সংবাদমাধ্যমকে ‘বার্থডে ম্যান’ জানিয়েছেন, তিনি সমাজের অন্ধবিশ্বাস দূর করতে চান। প্রখ্যাত সমাজকর্মী সিন্ধুতাই সপকাল এবং যুক্তিবাদী প্রয়াত নরেন্দ্র দাভোলকরই তাঁর অনুপ্রেরণা। এই দুই ব্যক্তি কালা জাদু, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করেছেন। আর তাঁদেরই দেখানো পথে হেঁটে সমাজ থেকে অন্ধবিশ্বাস দূর করতে চান। শ্মশানে ‘ভূত’ আছে বলে যে বিশ্বাস প্রচলিত রয়েছে, সেই বিশ্বাসকে তিনি ভেঙে দিতেই এই আয়োজন করেছেন বলে দাবি গৌতমের।মোহনী শ্মশানে ৪০ জন মহিলা এবং বাচ্চা-সহ মোট ১০০ জন হাজির ছিলেন গৌতমের জন্মদিনের অনুষ্ঠান পালনে। ধুমধাম করে কেট কাটা হয়। খাওয়াদাওয়ারও আয়োজন করা হয়েছিল শ্মশানে।

Loading