October 5, 2025

মিঠুনের সভা করে যাওয়া মাঠেই এবার পাল্টা কর্মসূচি বাবুলের

,সোমালিয়া ওয়েব নিউজ: পাঁচ দিনের সফরে এসেছেন মিঠুন চক্রবর্তী। ৫ দিনের ঠাসা কর্মসূচী তার, বৃহস্পতিবার রাঢ়বঙ্গের বাঁকুড়া সফরে যাবেন তিনি, উপস্থিত থাকবেন বিজেপির নানা জনসভায়। আর এরই মাঝে সূত্রের খবর মিঠুন চক্রবর্তী বিজেপির হয়ে যে স্থানে সভা করবেন সেই একই জায়গায় এবার পাল্টা সভা করবে শাসক দল ।ঘটনার সূত্রপাত হয় পুরুলিয়ায় মিঠুনের সভার পরই। বিজেপির সভা শেষে বৈঠক বসান তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া সিদ্ধান্ত হয়, লধুরকায় মিঠুনের সভাস্থলেই আগামী ১ ডিসেম্বর জনসভা করবে শাসক দল । তিনি বলেন ‘সারা বছরই আমাদের নানা কর্মসূচি চলে। আমরা মানুষের সঙ্গে থেকে কাজ করি। আমাদের পাল্টা জনসভা করার দরকার পড়ে না। মানুষ ভিড় করেছিলেন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য। আমাদের ব্লক স্তরের সভায় তার চেয়ে বেশি ভিড় হয়।’ তিনি জানান আপাতত পুরুলিয়া দিয়েই শুরু হলেও এরপর ধাপে ধাপে অন্যান্য জেলায় সভা করবে তৃণমূল।

Loading