সোমালিয়া সংবাদ, আরামবাগ: এক মহিলা যাত্রীর টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগ উদ্ধার করে তাঁকে ফিরিয়ে দিল আরামবাগ আর পি এফ। আরামবাগ রেলস্টেশন অফিসে ওই মহিলার হাতে তা তুলে দেন আরামবাগ আরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জিয়াউল ইসলাম। ওই মহিলার নাম অনিমা জানা। বাড়ি গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের জগতপুর গ্রামে। তিনি হাওড়া থেকে ট্রেনে চড়ে বাড়ি ফিরছিলেন। তারকেশ্বরে ফল কেনার জন্য ট্রেন থেকে নেমেছিলেন। তখনই ট্রেনটি ছেড়ে দেয়। এরপর অনিমাদেবী তারকেশ্বর আরপিএফকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে আরামবাগ আরপিএফ মায়াপুর স্টেশন থেকে অনিমাদেবীর ব্যাগ, বালতি এবং জলের বোতল উদ্ধার করে। পরে অনিমাদেবী আরামবাগ স্টেশনে এসে পৌঁছলে তাঁর হাতে সেগুলি তুলে দেওয়া হয়। এই ঘটনায় অনিমাদেবী আরপিএফকে ধন্যবাদ জানিয়েছেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি