December 1, 2025

দৈত্যকার গোল্ড ফিসের দেখা মিললো শ্যাম্পেনের সমুদ্রে

সোমালিয়া ওয়েব নিউজ: তুলে ধরে রাখতে গেলে রীতিমত এক শক্তিশালী মানুষ হতে হবে। তাও বেশি সময় সম্ভব নয়। শ্যাম্পেনের জলে এমনই এক কমলা দানব অনেকের কাছেই অবিশ্বাস্য।এতদিন ধরে শ্যাম্পেনের জলে ডুবে ছিল এই কমলা দানব! নিজের চোখকে বিশ্বাসই করতে পারছেন না অনেকে। তবে তাকে জল থেকে তুলে হাতে নেওয়ার পর বহু মানুষ ভিড় করেন তাকে দেখার জন্য।অ্যাকোয়ারিয়াম যাঁদের আছে তাঁদের কাছে এ মাছ অতি পরিচিত। শখ করে তাঁরা বেশ কয়েকটি ছেড়ে রেখে দেন জলে। তার কমলা, সোনালি রং অবশ্যই দৃষ্টিনন্দন।তাই অ্যাকোয়ারিয়ামে এর দেখা অধিকাংশ সময়ই পাওয়া যায়। কিন্তু তার যে এমন অতিকায় চেহারা হতে পারে তা কেউ ভাবতেও পারেননি। মাছটি ছিপে গাঁথার পর তা দেখা না গেলেও জল তোলপাড় করছিল। ফলে যিনি ছিপে গাঁথেন মাছটিকে, তাঁর প্রায় আধঘণ্টা লেগে যায় মাছটিকে ডাঙায় তুলতে। আর তোলার পর তিনি নিজেই কার্যত হকচকিয়ে যান। এত বিশাল গোল্ড ফিশ। এ তিনিও কখনও দেখেননি। ওজন করে দেখা যায় স্ত্রী গোল্ড ফিশটির ওজন প্রায় ৩০ কেজি! বয়স প্রায় ২০ বছর।

Loading