সোমালিয়া ওয়েব নিউজ: পোশাক নিয়ে আগাগোড়াই বিতর্কে, আদরের ছেলেও কথা প্রকাশ্যে বিঁধলেন মালাইকাকে।
কখনও তাঁর পোশাক, কখনও আবার হাঁটার ধরন। বিচিত্র সব কারণে অহরহ কটাক্ষের মুখে পড়েন মালাইকা অরোরা। কিন্তু আদরের পুত্রও যে তাঁকে নিয়ে রসিকতা করতে ছাড়বেন না, তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি অভিনেত্রী।সম্প্রতি মালাইকার টক শোয়ে অতিথির আসনে বসেছিলেন আরহান। কোনও রাখঢাক ছাড়া চুটিয়ে আড্ডা দিয়েছেন মা-ছেলে। কথার ফাঁকেই মালাইকার পোশাক নিয়ে রসিকতা করেন আরহান। অনুষ্ঠানে একটি সাদা ক্রপ টপ এবং বেইজ রঙের ট্রাউজার্স পরেছিলেন অভিনেত্রী। তাঁকে দেখে মজার সুরে আরহান বলেন, তোমাকে হাজতের কয়েদিদের মতো দেখতে লাগছে।আরহানের কথা শুনে হাসি আটকাতে পারেননি মালাইকা। মা-ছেলের খুনসুটি দেখে মুগ্ধ অনুরাগীরাও।আমেরিকায় ফিল্মমেকিং নিয়ে পড়াশোনা করছেন আরহান। ইতিমধ্যেই বলিউডে হাতেখড়ি হয়েছে তাঁর। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে পরিচালক করণ জোহরের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।তবে ছেলের মন্তব্যে মন ভালো নেই মালাইকার বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল