সোমালিয়া ওয়েব নিউজ: ক্রিসমাস উপলক্ষ্যে অনেকেই বিভিন্ন রকমের পরিকল্পনা করেন। তবে এবার এমন এক যুবকের গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যিনি নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন পথকুকুরদের সঙ্গে। ক্রিসমাসে অনেকেই নিজের পরিবারের সদস্যদের, আত্মীয়-পরিজনদের উপহার দেন। তাঁদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নেন। তবে এই যুবক নিজের সমস্ত আনন্দ ভাগ করে নিয়েছেন পথকুকুরদের সঙ্গে। তাদের পেট ভরে খাওয়ানোর পাশাপাশি উপহারও দিয়েছেন। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিও। ওই যুবকের কাজে খুশি হয়েছেন সকলেই। নেটিজেনরা এখন ওই যুবকের প্রশংসায় পঞ্চমুখ। জানা গিয়েছে, এই যুবক তাইল্যান্ডের। তিনি ১০০ জন পথকুকুরকে ক্রিসমাস উপলক্ষ্যে খাইয়েছেন। নিজে দাঁড়িয়ে থেকে দেখেছেন যাতে কেউ বাদ না যায়। খাওয়াদাওয়ার পর আবার এই কুকুরদের খেলনা উপহারও দিয়েছেন ওই যুবক।ওই যুবক নাকি জানিয়েছেন, কিরা এবং ভালকো নামে দুই কুকুরের কিছুদিন আগে মৃত্যু হয়েছিল। তাদের স্মৃতিতেই এই ভোজের আয়োজন। এর পাশাপাশি ক্রিসমাসের উপলক্ষ্য তো রয়েইছে। ওই দুই কুকুরের মালিক চেয়েছিলেন পোষ্যদের স্মৃতিতে কিছু অনুষ্ঠান করতে। তার ভিত্তিতেই এই ‘গ্র্যান্ড ফিস্ট’- এর আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যেই লক্ষাধিক ভিউ হয়েছে এই ভাইরাল ভিডিওর। নেটিজেনরা ওই যুবককে আশীর্বাদ করেছেন তাঁর কাজের জন্য।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন