সোমালিয়া ওয়েব নিউজ: যথাযোগ্য মর্যাদা সহকারে মঙ্গলকোটের গণপুর গ্রামে নরেন্দ্র স্মৃতি জনকল্যাণ সমিতির উদ্যোগে বিশিষ্ট সমাজসেবী তথা স্বাধীনতা সংগ্রামী নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ১১৩ তম জন্মদিন পালিত হয়। জন্মদিনটি স্মরণীয় করে রাখার জন্য ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ক্লাব চত্বরে ক্লাব সদস্য সহ অন্যান্যরা নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এরপর বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আদিবাসী নৃত্য, সঙ্গীত ইত্যাদি
সমৃদ্ধ শোভাযাত্রা সমগ্র গণপুর গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় ক্লাবে ফিরে আসে। প্রসঙ্গত নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী। দেশের স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণ করে তিনি জেলও খেটেছেন। মঙ্গলকোটের গণপুর ও আউসগ্রামের সুয়াতার বুকে তার কর্মকাণ্ড বিরাজ করে। তাই মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরেও এলাকার বাসিন্দারা আজও তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। যাইহোক জন্মদিন উপলক্ষ্যে চারটি দল নিয়ে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে আয়োজক নরেন্দ্র স্মৃতি জনকল্যাণ সমিতি সাডেন ডেথে ৮-৭ গোলে হেমরম একাদশকে এবং অন্য সেমিফাইনালে জয়পুর আরজেএস-৯ স্টার ৩-২ গোলে বেঙ্গল টাইগারকে পরাস্ত করে ফাইনালে ওঠে। চূড়ান্ত পর্বের ম্যাচে আরজেএস-৯ স্টার ১-০ গোলে আয়োজক নরেন্দ্র স্মৃতি জনকল্যাণ সমিতিকে পরাস্ত করে বিজয়ী হয়। ফাইনালের সেরা গোলকিপার নির্বাচিত হন গণপুরের নিমাই হালদার এবং সেরা খেলোয়ার নির্বাচিত হন জয়পুরের তরুণ বাগ্দী। এছাড়াও মহিলাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ
ফুটবল অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করে বীরভূমের রজতপুর মহিলা ফুটবল ক্লাব ও গুসকরা আমরা সবুজ। নির্দিষ্ট সময়ে ফলাফল গোলশূন্য ছিল। শেষ পর্যন্ত টাইব্রেকারে আমরা সবুজ ৪-৩ গোলে জয়লাভ করে। আমরা সবুজের নেহা মাহাতো সেরা খেলোয়ার নির্বাচিত হন। ক্লাবের পক্ষ থেকে খেলা শুরুর আগে উভয় দলের প্রতিটি খেলোয়ারের হাতে জার্সি তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক