October 6, 2025

মায়া সভ্যতার মৃতদেহের সৎকার নিয়ে কিছু কথা

সোমালিয়া ওয়েব নিউজ: মেক্সিকোর ইউকাটান প্রদেশে চিচেন ইৎজা শহর। এই শহরের চুনাপাথরে ঘেরা একটা গুহা-হ্রদেই নাকি রয়েছে পাতালে প্রবেশের এই পথ। তেমনটাই দাবি করছেন এক দল বিজ্ঞানী।বিশ্বাস ছিল, বলি দেওয়ার পর একটি নির্দিষ্ট পথে সেই মৃত মানুষ পাতালে গিয়ে পৌঁছবে আর তার পরিবর্তে নতুন প্রাণের আবির্ভাব হবে পৃথিবীতে। এতদিনে সেই ‘পথ’টাই খুঁজে পেয়েছেন বলে দাবি করছেন প্রত্নতত্ত্ববিদরা। কিন্তু কেন এমন বিশ্বাস ছিল মায়াদের?মায়া সভ্যতায় মনে করা হত, বিশ্ব তিনটি ভাগে বিভক্ত— স্বর্গ, পৃথিবী এবং পাতাল। এই তিনের মধ্যে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পাতাল। তাদের বিশ্বাস ছিল, পাতালেই প্রাণের সৃষ্টি হয়। বিশ্বের এই ভাগের সঙ্গে যদি মানব সম্প্রদায়ের ভারসাম্য নড়ে যায়, তা হলে অসুখ, খরা, খাদ্যাভাব দেখা দেবে সমাজে।কারণেই বলি দিয়ে মৃতদের ফেলা হতো এই হ্রদে। পাথরের ধারালো অস্ত্র বানিয়ে সেটা দিয়ে বলি দিয়ে সেই রক্ত এবং মৃতদেহ উৎসর্গ করা হত চিচেন ইৎজার গুহা হ্রদে।
১৬ শতকে মেক্সিকোয় স্প্যানিশদের প্রবেশের আগে পর্যন্ত মায়া সভ্যতাই ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত। মেক্সিকোর ইউকাটান প্রদেশে ৪ বর্গ মাইল এলাকা জুড়ে চিচেন ইৎজা শহরই ছিল মায়া সভ্যতার সবচেয়ে বড় সাফল্য।

Loading