October 6, 2025

ড্রোনের মাধ্যনে মাদক পাচারের অভিযোগ ভারত – পাক সীমান্তে

সোমালিয়া ওয়েব নিউজ: ড্রোনের সঙ্গে বাঁধা ছিল ১ কিলোগ্রাম ওজনের মাদক। ভারত-পাক সীমান্তে পঞ্জাবের গুরদাসপুর এলাকায় বিএসএফ-এর জওয়ানরা এই ড্রোন বাজেয়াপ্ত করেন।বিএসএফ-এর এক জওয়ানের বক্তব্য, ‘‘গুরুদাসপুরের কসোয়ালে আমাদের ঘাঁটি থেকে ২ কিলোমিটার দূরে একটি পুরনো ভাঙাচোরা ‘হেক্সাকপ্টার’ ড্রোন পাওয়া গিয়েছে। তার সঙ্গে ১ কেজি ওজনের হেরোইন উদ্ধার করা হয়।জানা গিয়েছে, সোমবার দুপুর ১টা নাগাদ কৃষকরা ওই এলাকায় চাষ করতে গেলে তাঁরা মাদক-সহ ড্রোনটি খুঁজে পান। তার পর বিএসএফ জওয়ানদের খবর দেন কৃষকরা। খোঁজ পাওয়া মাত্রই ড্রোনটি বাজেয়াপ্ত করে বিএসএফ।বছর শেষেও পাকিস্তানি একটি ড্রোন ঢুকে পড়েছিল সীমান্তবর্তী এলাকায়। সেনা সূত্রে জানা গিয়েছে যে, ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা নাগাদ পঞ্জাবের অমৃতসর জেলার সীমান্তবর্তী অঞ্চলে ঢুকে পড়ে। ড্রোনটিকে আবার বুধবার সকালে ওই জায়গায় দেখা গিয়েছিল। বিএসএফের তরফে তড়িঘড়ি গুলি করে নামানো হয়েছিল ড্রোনটিকে।

Loading