October 6, 2025

খবরের শিরোনামে বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান

সোমালিয়া ওয়েব নিউজ: মাদক কাণ্ডে গ্রেফতারি হোক বা বলিউড ডেবিউ, শাহরুখ খান পুত্র আরিয়ান খান বারবার উঠে আসেন খবরের শিরোনামে। আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়েও কম কৌতূহল নেই আমজনতার। বলিউড বাদশার জ্যেষ্ঠ সন্তান বলে কথা। তিনি কাকে ডেট করছেন, কার সঙ্গে প্রেম করছেন জানার জন্য সবসময়ই মুখিয়ে থাকে সকলে। মাঝে স্টার কিড অনন্যা পাণ্ডের সঙ্গে আরিয়ানের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।
মাদক কাণ্ডে আরিয়ানের গ্রেফতারির সময়ে অনন্যাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর তরফে। অভিযোগ উঠেছিল, অনন্যা নাকি আরিয়ানকে গাঁজা সরবরাহ করতেন। সে যাত্রা গ্রেফতারি থেকে অনন্যা বেঁচে গেলেও আরিয়ান তাঁর থেকে দূরত্ব বাড়িয়ে নেন। পরবর্তীকালে শাহরুখ পুত্রের প্রতি ভাললাগার কথা স্বীকার করলেও অনন্যাকে পাত্তা দেননি আরিয়ান।এবার এক বলিউড ডিভার সঙ্গে নাম জড়াল শাহরুখ পুত্রের। না, তিনি কোনো স্টার কিড নন। তথাকথিত অভিনেত্রী হয়েও ইন্ডাস্ট্রির অনেক প্রথম সারির নায়িকাদের থেকে তাঁর জনপ্রিয়তা বেশি। তিনি নোরা ফতেহি। চমকে উঠলেন তো? চমকানোর মতোই ব্যাপার বটে। নোরা আরিয়ানের মধ্যে বয়সের ফারাক পাঁচ বছর। এমন জল্পনার ভিত্তি কী?আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানে এক মহিলার সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে আরিয়ানকে। আবার সেই মহিলাকেই দেখা গিয়েছে নোরার পাশে একই জায়গায়। দাবি করা হচ্ছে, দুবাইতে আরিয়ানের নিউ ইয়ার পার্টিতে নাকি আমন্ত্রিত ছিলেন নোরা। আর এই ছবিগুলোর ভিত্তিতেই দাবি উঠছে, নোরার সঙ্গে ‘বিশেষ’ সম্পর্ক গড়ে উঠছে আরিয়ানের।তবে এই গুঞ্জনের বাস্তবে কতটা সত্য তা আগামী দিন বলবে।

Loading