October 6, 2025

মদ‍্যপ প্রধান শিক্ষককে বরখাস্তের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের

সোমালিয়া সংবাদ, আরামবাগ: অভিভাবক থেকে শুরু করে স্কুলের ছাত্র-ছাত্রী সকলেরই অভিযোগ নিয়মিত মদ খেয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষক। তাঁর মুখের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে অফিস ঘর থেকে অন্যান্য ক্লাসরুমেও। ফলে চরম সমস্যায় পড়েন সহশিক্ষক থেকে শুরু করে খুদে খুদে পড়ুয়ারা। তাই অবিলম্বে ওই প্রধান শিক্ষককে স্কুল থেকে বরখাস্ত করতে হবে এই দাবি জানিয়ে শুক্রবার স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে আরামবাগের মলয়পুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডিহালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবকদের পরিষ্কার দাবি, আগে স্কুল থেকে প্রধান শিক্ষক অরুণ কুমার সিংহকে বরখাস্ত করতে হবে, তারপর ক্লাস করবে পড়ুয়ারা। আর যদি প্রধান শিক্ষক স্কুলে আসেন তাহলে  পড়ুয়ারা আর স্কুলে আসবে না। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিদ্যালয় চত্বরে। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান আরামবাগ ব্লকের সহকারী বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) কৌশিক মালিক, মলয়পুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শাহ মহম্মদ রফিক। তখন তাঁদের সামনেই প্রধান শিক্ষক সম্পর্কে ক্ষোভ উগড়ে দেন অভিভাবকরা। বৃহস্পতিবারও তিনি মদ খেয়ে স্কুলে এসেছিলেন। এতটাই বেসামাল হয়ে পড়েছিলেন যে স্কুলে ঢুকতে পারেননি। অভিভাবকদের সাহায্যে তাঁকে বাইকে করে বাড়িতে পৌঁছে দিতে হয়। তবে এদিন স্কুলে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক। ছাত্র-ছাত্রীদের অভিভাবক সোনালী সেন, শর্মিষ্ঠা মিদ্দা, কান্তি কুমার কুন্ডু প্রমুখরা বলেন, প্রায় চার বছর ধরে এই ঘটনা ঘটছে।  প্রধান শিক্ষককে মদ খেয়ে স্কুলে আসতে বারবার আমরা নিষেধ করেছি। তা সত্ত্বেও কোন কাজ হয়নি। তাই বিষয়টি আমরা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলাম। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান শাহ মহম্মদ রফিক বলেন, মাস ছয়েক আগে গ্রামবাসীরা আমাকে জানান। তখনই সঙ্গে সঙ্গে আমি স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলি। তিনি কথা দিয়েছিলেন আর কোনদিন মদ খেয়ে স্কুলে আসবেন না শুনেছিলাম তারপর উনি বদলে গিয়েছিলেন।  কিন্তু তারপরও যে উনি আবার মদ খেয়ে স্কুলে যান তা কেউ জানাননি। অভিভাবকের দাবি যথাযথ। তবুও ছাত্রছাত্রীদের স্বার্থে ওনাদেরকে বুঝিয়ে স্কুলে পঠন-পাঠান চালু করা হয়েছে। এ বিষয়ে আরামবাগ ব্লকের সহকারী বিদ্যালয় পরিদর্শক কৌশিক মালিক জানান, আপাতত ওই প্রধান শিক্ষককে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি বলেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিন্দা জানানোর ভাষা নেই।  আমি চাই এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।

Loading