October 6, 2025

প্রচন্ড ঠান্ডায় চোখের পাতাতেও বরফে ঢাকা অভিনেতার

সোমালিয়া ওয়েব নিউজ: প্রচণ্ড ঠান্ডায় ধোঁয়া ওঠা খাবার পেলে আর কী চাই! আর তা যদি হয় বরফের মাঝখানে, তাহলে তো কথাই নেই। কিন্তু কষ্টের মধ্যে সেই সামান্য আরাম পেতে গিয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতা হল অভিনেতার।  নিজের চোখে না দেখলে যা বোঝা সম্ভব নয়। তাই নিজের অভিজ্ঞতা ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি, যা দেখে স্তম্ভিত নেট দুনিয়া। অভিনেতা হিসেবে ইনস্টাগ্রামে নিজের পরিচয় দিয়েছেন জেক ফিশার নামের এক ব্যক্তি। তাঁর ইনস্টাগ্রাম পেজটির নাম ‘ভয়সেস অফ জ্যাক’। ভিডিও-য় পেঁজা তুষারে ঢাকা পরিবেশে একবাটি নুডলস নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জেক-কে।ভিডিও-য় জেক যেখানে রয়েছেন, সেখানে ঠান্ডা কতটা তীব্র তার আঁচ মেলে তাঁর চেহারা দেখেই।  চারিদিকে তো বটেই, জেকের মাথার টুপি থেকে চুল, দাড়ি এমনকি চোখের পাতাতেও বরফ জমে রয়েছে বলে চোখে পড়ে।

Loading