সোমালিয়া ওয়েব নিউজ: ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নির্বাচনী ক্ষেত্র বারাণসী থেকে গঙ্গা রিভার ক্রুজ উদ্বোধন করেন। জানা গিয়েছে এর যাত্রাপথ মোট ৫১ দিনের। এই ক্রুজকে বিশ্বের সবচেয়ে বড় রিভার ক্রুজ বলে দাবি করা হচ্ছে। ৫১ দিন ধরে যাত্রার পরে MV Ganga Vilas ১ মার্চ অসমের ডিব্রুগড়ে পৌঁছবে। ২৭টি নদী পেরিয়ে বিলাসবহুল এই ক্রুজ নির্দিষ্ট পথ পেরিয়ে বাংলাদেশে যাবে, সেখান থেকে নদীপথে পৌঁছবে অসম। এই যাত্রাপথে ৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থাপত্য ছুঁয়ে যাবে এই ক্রুজ। যেগুলির মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই বিলাসবহুল ক্রুজটি আয়োজন করছে যে সংস্থা, তাদের ওয়েবসাইটে ক্রুজ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। কোন কোন রাস্তা দিয়ে এই ক্রুজ যাবে সেটাও বলা হয়েছে সেখানে। যাত্রা শুরুর পর থেকে আট নম্বর দিনে MV Ganga Vilas পৌঁছবে পটনা। বক্সার, রামনগর পেরিয়ে পটনা যাবে এই ক্রুজ। তারপর সেখান থেকে নদীপথে পৌঁছবে কলকাতা। ফরাক্কা ও মুর্শিদাবাদ হয়ে ২০তম দিনে সেটা পৌঁছবে কলকাতা। পরদিন সেটা ঢাকার দিকে রওনা দেবে। পরের ১৫ দিন বাংলাদেশের জলসীমায় থাকবে MV Ganga Vilas. তারপরে গুয়াহাটি হয়ে ভারতে ঢুকবে। শিবসাগর ডিব্রুগঢ় এসে পৌঁছবে বিলাসবহুল সেই ক্রুজ। একাধিক শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্র ছুঁয়ে যাবে এটি। ২৭টি নদীপথ নিয়ে প্রায় ৩২০০ কিলোমিটার পথ ৫১ দিনে অতিক্রম করবে MV Ganga Vilas. তিন তলার এই ক্রুজে মোট ১৮টি স্যুট রয়েছে। যাতে ৩৬ জন থাকতে পারেন। এই ক্রুজ উদ্বোধনের পাশাপাশি আরও একাধিক জলপথ সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর