সোমালিয়া ওয়েব নিউজ: অবশেষে ত্রিপুরা বিধানসভা প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তবে লক্ষণীয় ঘটনা যেটা তা হল এই তালিকায় নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নাম। সূত্রে খবর, তিনি এবারের বিধানসবা নির্বাচনে টিকিট পেতে মরিয়া।কারণ, ত্রিপুরায় টানা আড়াই দশকের বাম জমানার পরিবর্তনের পর বিপ্লব দেব ছিলেন এ রাজ্যের প্রথম অ-কংগ্রেসি, অ-বামপন্থী মুখ্যমন্ত্রী।তবে সরকারের মেয়াদ শেষ হবার আগেই তীব্র বিতর্কে জড়িয়ে থাকা বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় স্যাফ্রন ব্রিগেডের তরফ থেকে। ফলে এখন তিনি শুধু মাত্রই রাজ্যসভার সাংসদ। এদিন যে ৬০ টি আসনের মধ্যে ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় তাঁদের মধ্যে ১১ জনই মহিলা প্রার্থী। বাকি ১২ জন প্রার্থীর নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর যা নজরে আসছে তাতে অন্যান্য হেভিওয়েটরা প্রায় সবাই-ই রয়েছেন এই তালিকায়। বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা লড়াই করছেন টাউন বড়দোয়ালি থেকে। প্রসঙ্গত, তিনি উপনির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হন। তালিকায় রয়েছেন বিতর্কিত মন্তব্য করা শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। রয়েছেন রাজনৈতিক সংঘর্ষে অভিযুক্ত রাজ্যের সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপমু়খ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ।তবে কেন বিজেপির তরফ থেকে বেশ কয়েকটি আসনে প্রার্থী দেওয়া হয়নি তা নিয়ে চর্চা তুঙ্গে। মনে করা হচ্ছে জোটের পথ খোলা বা প্রার্থী জটিলতার কারণে এই ১২টি আসনে প্রার্থী তৈরি হয়নি। রাজ্যে জোট নিয়ে একটা সমস্যা থেকেই গেছে তা অগ্রাহ্য করারও উপায় নেই। কারণ, ত্রিপুরার উপজাতি দল টিপ্রা মথার সাথে আলোচনা হয় বিজেপির শীর্ষ নেতৃত্বের। তবে গ্রেটার টিপ্রাল্যান্ডের ইস্যুতে রাজা প্রদ্যোত কিশোর দেববর্মা অনড় থাকায় এই জোট হয়নি।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর