October 5, 2025

ভারতীয় বায়ুসেনার বায়ুসেনার  দু’টি বিমান ভেঙে পড়লো মধ্যপ্রদেশে

সোমালিয়া ওয়েব নিউজ: ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশের মেরেনাতে। সকালে অনুশীলনের সময়  ভেঙে পড়ল বায়ুসেনার  দু’টি বিমান। যার মধ্যে রয়েছে একটি সুখোই-৩০ এবং মিরাজ-২০০০ যুদ্ধবিমান। প্রতিরক্ষা মন্ত্রক  সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত এই দু’টি ফাইটার জেটই বায়ুসেনার গোয়ালিয়ার ঘাঁটি থেকে মহড়ার জন্য উড়েছিল। এর মধ্যে সুখোই-৩০ জেটে ছিলেন দু’জন পাইলট। অন্যদিকে একজন পাইলট ছিলেন মিরাজ-২০০০এ। দুর্ঘটনার পর দু’জন পাইলটকে উদ্ধার করা হয়। ঘটনার সময় তাঁরা ফাইটার জেট থেকে বেরিয়ে গিয়েছিলেন। অপর পাইলটের খোঁজ চালানোর পর তাঁর দগ্ধ দেহও উদ্ধার হয়। বাকি দুই পাইলটকে উদ্ধার করা হয় জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। তাঁদের দ্রুত ভর্তি করা হয় মধ্যপ্রদেশের পুলিশ হাসপাতালে। দুর্ঘটনার সময় তাঁরা যুদ্ধবিমান থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন বলে জানা গিয়েছে। এদিকে ঘটনাস্থলে পাঠানো হয় বায়ুসেনার কপ্টার। তবে এই ঘটনার পিছনে কোনও অন্তর্ঘাত রয়েছে নাকি শুধুই দুর্ঘটনা সে ব্যাপারে তদন্তের  নির্দেশ দেওয়া হয় বায়ুসেনার তরফ থেকে। এদিকে সূত্রে খবর, সূত্রের খবর, অনুশীলনের সময় সকাল সাড়ে ১০টা নাগাদ মাঝ আকাশে সুখোই-৩০ ও মিরাজ ২০০০ ফাইটার জেটের মধ্যে ধাক্কা লাগে। মাঝ আকাশে ধাক্কা লাগার পর দু’টি জেটেই আগুন ধরে যায়। মাঝ আকাশে ধাক্কা লাগার পর প্রায় ১১৩ কিলোমিটার দূরে ছিটকে পড়ে দু’টি ফাইটার জেট। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে একটি বিমান মধ্য়প্রদেশের  মেরেনাতে  ভেঙে পড়ে। অপর জেটটি ছিটকে পড়ে রাজস্থানের ভরতপুরে।

Loading