সোমালিয়া ওয়েব নিউজ: বাংলা বিনোদনের জগতে কমেডিয়ানদের অনেক গুরুত্ব রয়েছে বরাবর। বাংলা সিনেমার জনপ্রিয় কমেডিয়ানদের মধ্যে একজন হলেন কাঞ্চন মল্লিক। তিনি বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তিনি তার হাস্যরসের মাধ্যমে দর্শকদের মুখে হাসি ফোটান। তবে তার নিজের জীবনটাও যে বরাবর এরকম হাসি-মজার মধ্যেই কেটেছে এমনটা কিন্তু নয়। কাঞ্চন মল্লিকের অতীতের অধ্যায় ছিল বেশ কঠিন।আজকে অভিনয় দুনিয়াতে বেশ জনপ্রিয় মুখ কাঞ্চন মল্লিক। সেই সঙ্গে রাজনীতিতেও প্রবেশ করেছেন তিনি। তবে উত্তরপাড়ার তারকা তৃণমূল বিধায়কের কেরিয়ার শুরুর দিনগুলো ছিল খুবই কঠিন। অভিনয় দুনিয়াতে প্রবেশের আগে তিনি বিউটি পার্লারে কাজ করতেন। আবার সেলসম্যান হিসেবেও কাজ করেছেন বহু বছর। সংসার চালাতে তাকেও অনেক পরিশ্রম করতে হয়েছিল। সেই সঙ্গে অভিনেতা হওয়ার স্বপ্নটাও ছিল মনে।একবার শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার’ টক শোতে উপস্থিত হয়ে কাঞ্চন মল্লিক নিজের সেই সমস্ত কঠিন দিনগুলির কথা স্বীকার করেন। ফেসবুকের ভাইরাল ভিডিওতে ফের একবার উঠে এসেছে তার সেই সাক্ষাৎকার যেখানে তিনি বলছেন একসময় কাজের অভাবে তাকে লোকের অনেক কটু কথা শুনতে হয়েছিল। তবুও তিনি অভিনেতা হওয়ার চেষ্টায় হাল ছাড়েননি।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল