সোমালিয়া ওয়েব নিউজ: ফের নিজের সমাজমাধ্যমের পাতায় বিস্ফোরক দাবি কঙ্গনা রানাউতের। এমনিতেই দীর্ঘ সময় ধরে ভট্ট পরিবারের সঙ্গে তাঁর আদায় কাঁচকলায় সম্পর্ক। এ বার আলিয়া ভট্ট ও তাঁর স্বামী রণবীর কপূরকে নিয়ে হেঁয়ালিপূর্ণ পোস্ট করলেন বলিউডের ‘কুইন’। খানেদের সঙ্গে বিশেষ সুসম্পর্ক নেই। এ বার কপূর পরিবারের ছোট ছেলে ও পুত্রবধূ সম্পর্কে নাম না করেই পোস্ট অভিনেত্রীর। কঙ্গনার অভিযোগ রণবীর ও আলিয়া নাকি একজোট হয়ে তাঁর উপর নজরদারি চালাচ্ছেন!কঙ্গনার দাবি আমি যেখানেই যাচ্ছি আলোকচিত্রীরা খবর পেয়ে যাচ্ছে। বাড়ির অন্দরে কিংবা বাইরে, সর্বত্র কেউ আমার উপর নজরদারি চালাচ্ছে।’’ এই প্রসঙ্গেই কঙ্গনার পোস্ট বলছে, ‘‘শুনেছি ইদানীং আলোকচিত্রীদের নাকি এর জন্য টাকাও দেওয়া হয়। কিন্তু আমি অথবা আমার টিমে কারও সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়নি। এখন তো সন্দেহ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’’ নাম না করেই রণবীর কপূরের উপর বড়সড় অভিযোগ তোলেন কঙ্গনা। তাঁর দাবি, বলিউডের নেপো কিড তাঁর বাড়ির বাইরে এসে হাজির হন, শুধু তাই নয় জোর খাটানোর চেষ্টাও করেন।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল