October 5, 2025

এবার ভূমিকম্পে কেঁপে উঠল অসম

সোমালিয়া ওয়েব নিউজ: পরপর ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া সীমান্ত। একসপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নীচে থেকে মৃতদেহ উদ্ধার হয়ে চলেছে। আর এই পরিস্থিতির মধ্যে উদ্বেগ বাড়ছে ভারতেরও। গুজরাট, লাদাখের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল অসম। যদিও কম্পনের তীব্রতা খুব বেশি ছিল না। ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও ঘটনাও ঘটেনি। তবে আতঙ্ক ছড়িয়েছে।জানা গিয়েছে, এদিন বিকাল সওয়া ৪টে নাগাদ মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে অসমের নওগাঁ এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল নওগাঁও এলাকায় ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা কম থাকায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, শনিবার ভোরে লাদাখের কার্গিল থেকে ৩৪৩ কিলোমিটার উত্তরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২। এর আগে শুক্রবার রাত ১২টা ৫২ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে গুজরাটের সুরাট। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৩.৮ এবং উৎসস্থল ছিল সুরাটের ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। কম্পনের তীব্রতা কম থাকায় কার্গিল ও সুরাটে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।

Loading