সোমালিয়া ওয়েব নিউজ: রাজনীতির সঙ্গে কার্যত বিনোদনের দ্বৈরথ নেই একটুও। বরং মাঝেমধ্যেই বিনোদন এবং রাজনীতি একে অপরের সঙ্গে মিলেমিশে যায়। এবার যেমন টলিউডের আসন্ন ছবিতে ধরা পড়বে পশ্চিমবঙ্গের রাজনীতি। বাংলার রাজনীতির মুখ হয়ে এই ছবিতে ফুটে উঠবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই ছবির শুটিং।টলিউডে আসছে নতুন একটি ছবি যার নাম ‘সুকন্যা’। ছবিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা থাকবে বলে এই নয় যে ছবিটি আসলে তার বায়োগ্রাফি হতে চলেছে। আসলে এই নতুন বাংলা ছবিতে ফোকাস পেতে চলেছে কন্যাশ্রী ওরফে সুকন্যা প্রকল্প। ছবিতে কন্যাশ্রীর নাম রাখা হয়েছে সুকন্যা প্রকল্প। ছবিতে মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন প্রখ্যাত টলিউড অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি।
কনীনিকাকে শেষবার ‘আয় তবে সহচরী’ সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা। এছাড়া ‘প্রজাপতি’ সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে কনীনিকা তার নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে তার লুক এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরনে সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি, বিশেষ কোনও মেকআপ ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে সেজেছেন কনীনিকা।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল