সোমালিয়া ওয়েব নিউজ: কথা রাখলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা । কথা দিয়েছিলেন তাঁর ১০০ অনুরাগীকে মানালি ট্রিপে পাঠাবেন তিনি, সম্পূর্ণ খরচ অভিনেতার। সেই কথা অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করলেন ‘লাইগার’ অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে তাঁর ১০০ অনুরাগীরা মানালির উদ্দেশে পাড়ি দিচ্ছেন। গত পাঁচ বছর ধরেই নিজের অনুরাগীদের জন্য সম্পূর্ণ নিজের খরচে বিশেষ ট্রিপের ব্যবস্থা করে আসছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এই উদ্যোগের তিনি নাম রেখেছেন ‘দেবেরাসান্তা’। এদিনের শেয়ার করা ভিডিওয় অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল।বিজয় গতকাল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ওই ভিডিও শেয়ার করে লেখেন, ‘কিউটেস্ট। আজ সকালের তাঁদের ফ্লাইট থেকে এই ভিডিওটা পাঠায় ওঁরা। তাঁরা পার্বত্য এলাকায় ছুটি কাটাতে পাড়ি দিয়ে দিয়েছে। গোটা দেশ থেকে ১০০ জন, খুব খুশি হয়েছি আমি।’ ভিডিওয় সকলকে বিজয়ের নামে চিয়ার করতে শোনা যায়।প্রত্যেক বছরের মতো এবারও অভিনেতা বড়দিন ও নববর্ষ উপলক্ষ্যে অনুরাগীদের জন্য দুর্দান্ত উপহার নিয়ে আসেন। জানুয়ারি মাসে একটি ভিডিও পোস্ট করে অভিনেতা ঘোষণা করেন, ‘আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের মধ্যে ১০০জনকে একটা সমস্ত খরচ দেওয়া ট্রিপে পাঠাব, খাওয়া, ঘোরা ও থাকা সব আমি দেব। আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কোথায় তোমরা যেতে চাও এবং প্রত্যেক প্রান্তের মানুষ পাহাড় পছন্দ করেছেন, তো পাহাড়েই যাওয়া যাক।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল