সোমালিয়া ওয়েব নিউজ: সম্প্রতি পুরনো একটি ভিডিয়ো আবারও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি টেলিভিশন শোয়ে এসেছেন মিমি। একের পর এক মজার প্রশ্নোত্তর পর্ব চলতে থাকে সেখানে। ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু নয়। এ বিষয়ে নানারকম মন্তব্য থাকলেও, বর্তমানে তা ভেঙে দিয়েছে অনেকেই। নুসরত, সায়ন্তিকা, তনুশ্রী, শ্রাবন্তী সকলের সঙ্গেই দারুণ বন্ডিং মিমির। একে অন্যের সঙ্গে দেখা-আড্ডা-পার্টি সব চলে তাঁদের। কাটমাণ্ডুতে সেই আন্দাজ সকলেই পেয়েওছে বললেন শাশ্বত। মিমিকে নানা ধরণের প্রশ্ন করতে শুরু করলেন শাশ্বত। উত্তরও দিয়ে গেলেন অভিনেত্রী গুছিয়ে।এরপরই একে একে রাজ খুলতে শুরু করলেন মিমি। বিশেষ করে ঘুম প্রসঙ্গ উঠতেই একে একে খুলে গেল বোল। “শটের মাঝখানে যেকোনও সময় ঘুমিয়ে পড়তে পারে নুসরত। লাইট-ক্যামেরা-অ্যাকশন বললে হঠাৎ করে ভাবতে শুরু করতে পারে ও কোন সিন যেন হবে এখন। হয়তো ভুলেই গেল যে ও হিরোইন।” সকলেরই জানা দু’জনেই ভীষণ ভালো বন্ধু একে অন্যের। নুসরতের প্রসঙ্গ মিটতেই এল বন্ধু দেবের প্রসঙ্গ। সঞ্চালক বললেন, “দেবের সঙ্গে নাকি ঘোড়ার মিল আছে?” শুনেই মিমির জবাব, “ভগবান ও আমাকে মারবে এবার। যেখানে ইচ্ছে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়তে পারে ও। একটু হেলান দিলেই ঘুমিয়ে পড়তে পারে। ইচ্ছে ঘুম। সুখী ছেলে।” দেব নুসরতের সম্বন্ধে তো একের পর এক বলে গিয়েছে মিমি। এবার সঞ্চালক করলেন পর্দাফাঁস। বললেন, “এরকমভাবে তুইও একদিন বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলিস নাকি?” মিমি তো অবাক। মিমির বক্তব্য, “বোঝে না সে বোঝে না ছবির সেই গল্প। লাঞ্চে ফ্রায়েড রাইস, চিলি চিকেন খেয়ে বাসের জানলায় বসতেই ঘুমে ঢুলে পড়লেন মিমি। ব্যস, পুরো বাস হো হো করে হাসছে। বহুত ঝাড় খেয়েছিলাম সেদিন।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল