October 5, 2025

২০০ কেজি ওজনের বিশালকায় মাছ দেখা গেল দিঘার মোহনায়

সোমালিয়া ওয়েব নিউজ: দিঘা মোহনায় উঠল ২০০ কেজি ওজনের বিশালাকার সামুদ্রিক কই ভেটকি। এত বড় ও বেশি ওজনের মাছ দিঘায় প্রথম না হলেও সাধারণ নয়। এত বড় মাছ জালে ওঠার খবর আসতেই সৈকতে শোরগোল। ২০০ কেজির মাছ দেখতে ভিড় জমান পর্যটক থেকে সাধারণ মানুষ।দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে মাছটি আনা হতেই ভিড় জমায় অন্যান্য মৎস্যজীবীরাও। এক মাছেই লক্ষ্মী লাভের টিকিট কই ভেটকি। প্রায় ৪০ হাজার টাকায় বিক্রি হয় সেই মাছ।জানা গিয়েছে, কাঁথির বাসিন্দা মির্জা বাসেদ বেগের আশীর্বাদ ট্রলারে বুধবার এই বিশাল মাছটি ধরা পড়ে। মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের ব্যবসায়ীদের কথায়, প্রায় তিন বছর পরে দিঘা মোহনার মৎস্যজীবীদের জালে উঠল এরকম বিশাল আকৃতির সামুদ্রিক কই মাছ ।২০০ কেজি ওজনের বিশালাকার সামুদ্রিক কই ভেটকি মাছ বিক্রির জন্য নিয়ে এলে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয় মৎস্যজীবী ও দিঘায় ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে। কেউ কেউ মাছের সঙ্গে সেলফিও নেন। এত বড় বিরল প্রজাতির বিশালাকার সামুদ্রিক কই ভেটকিকে ঘিরে বৃহস্পতিবার দিঘায় রীতিমতো উৎসব।মাছটি নিলামের জন্য আনা হলে কেনা নিয়ে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। বিশালাকার এই মাছ কেনার জন্য ভিড়ও জমে যায় ব্যবসায়ীদের মধ্যে। দীর্ঘক্ষণ দরদামের পর অবশেষে নিলামে ৩৮ হাজার টাকায় বিক্রি হয় দৈত্যাকার মাছ। জানা গিয়েছে, বসিরহাটের মৎস্য কোম্পানি কিনে নিয়েছে এদিনের ২০০ কেজি ওজনের বিশালকায় মাছ।

Loading