সোমালিয়া ওয়েব নিউজ: কেরিয়ারে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। গত বছর থেকেই পরপর ছবি ফ্লপ হচ্ছে তাঁর। রীতিমতো মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। কিন্তু হাল ছাড়ার পাত্র নন অক্ষয়। প্রতিবার দ্বিগুণ উৎসাহ নিয়ে নতুন ছবির জন্য প্রচারে নেমে পড়েন তিনি। আগামীতে যেমন ‘সেলফি’ ছবিতে দেখা যাবে অক্ষয়কে। ইতিমধ্যেই ছবির প্রচারে বিভিন্ন রাজ্যে ঘুরতে শুরু করেছেন তিনি। সেই সঙ্গে আরো এক কাণ্ড ঘটিয়ে বসেছেন অক্ষয়।ছবির নামের সঙ্গে সাযুজ্য রেখে প্রত্যেক প্রচার অনুষ্ঠানেই অনুরাগীদের সঙ্গে সেলফি তুলতে দেখা যাচ্ছে অক্ষয় এবং ইমরান হাশমিকে। মুম্বইতে অনুষ্ঠিত এমনি একটি অনুষ্ঠানে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান হল অক্ষয়ের। তিন মিনিটে সবথেকে বেশি সেলফি তুলে বিশ্ব রেকর্ড বানিয়ে ফেলেছেন তিনি।এর আগে এই রেকর্ড ছিল তিন মিনিটে ১৬৮ টি সেলফি তোলার, যা তৈরি হয়েছিল ২০১৮ সালে। আর অক্ষয় সেখানে মাত্র তিন মিনিটে ১৮৪ টি সেলফি তুলে ভেঙে দিয়েছেন রেকর্ড। এই নতুন রেকর্ড গড়ার কৃতিত্ব নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অক্ষয়। সেই সঙ্গে ধন্যবাদও জানিয়েছেন ভক্তদের।অক্ষয়ের কথায়, ‘এই বিশেষ রেকর্ড ভাঙতে পেরে আমি উচ্ছ্বসিত এবং এই মুহূর্তটা শেয়ার করছি আমার অনুরাগীদের সঙ্গে। এতদিন পর্যন্ত আমি যা যা পেয়েছি আর জীবনে আমি যে জায়গায় রয়েছি সবটাই আমার ভক্তদের নিঃস্বার্থ ভালবাসা এবং সমর্থনের জন্য। আমি এভাবে তাদের শ্রদ্ধা জানালাম। আমার গোটা কেরিয়ারে আমার কাজ এবং আমার পাশে যেভাবে তারা দাঁড়িয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ’।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল