সোমালিয়া ওয়েব নিউজ: ইউক্রেন যুদ্ধে বিভক্ত বিশ্ব। রাশিয়াকে একঘরে করতে মরিয়া আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলি। কিন্তু ভারত ও চিনের মতো বিশ্বশক্তির মস্কোর পাশে থাকায় সেই চেষ্টা সফল হচ্ছে না। তাই এবার ভারতকে রুশ প্রভাবমুক্ত করতে সক্রিয় হয়েছে জার্মানি। এবার নয়াদিল্লিকে অত্যাধুনিক সাবমেরিনের টোপ দিয়েছে বার্লিন।রয়টার্স সূত্রে খবর, ভারতের সঙ্গে যৌথভাবে ছ’টি কনভেনশনাল সাবমেরিন তৈরি করতে আগ্রহী জার্মানি। ভারতীয় নৌসেনার আধুনিকিকরণের কথা মাথায় রেখেই ৫২০ কোটি মার্কিন ডলারের এই প্রকল্পের অন্তর্গত অত্যাধুনিক ডিজেল-ইলেক্ট্রিক সাবমেরিন তেরি করতে চায় বার্লিন। ২৫ ফেব্রুয়ারি, শনিবার দু’দিনের ভারত সফরে আসছেন জার্মান চান্সেলর ওলাফ শোলৎজ। সেই সফরেই সাবমেরিন নিয়ে আলোচনা হওয়ার কথা।
বিশ্লেষকদের মতে, ভারতকে রুশ প্রভাবমুক্ত করতে সক্রিয় হয়েছে জার্মানি। বরাবরই সোভিয়েত তথা রাশিয়ার তৈরি হাতিয়ার ভারতীয় সেনার মেরুদণ্ড। তাই ইউক্রেন যুদ্ধের আবহেও শান্তির বার্তা দিলেও মস্কোর পাশেই দাঁড়িয়েছে ভারত। এবার দিল্লির সেই রুশ হাতিয়ার নির্ভরতা কাটাতে চাইছে জার্মানি। সম্প্রতি, রাশিয়া থেকে ভারতের তেল কেনার প্রসঙ্গেও বার্লিন স্পষ্ট জানিয়ে দেয় যে, এই বিষয়ে তাদের কোনও মাথাব্যথা নেই।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু